Ajker Patrika

উপাচার্যের বাসভবনের সামনে মধ্যরাত পর্যন্ত চবি ছাত্রীদের বিক্ষোভ 

চবি প্রতিনিধি
আপডেট : ২১ জুলাই ২০২২, ১২: ১১
উপাচার্যের বাসভবনের সামনে মধ্যরাত পর্যন্ত চবি ছাত্রীদের বিক্ষোভ 

নিরাপদ ক্যাম্পাসের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করেছেন ছাত্রীরা। এ সময় তাঁরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে চার দফা দাবি জানান। 

বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপাচার্যের বাসভবনের গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। পরে রাত সাড়ে ১২টার দিকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার চার কর্মদিবসের মধ্যে চার দফা দাবি বাস্তবায়নের আশ্বাস দেন। অন্যথায় প্রক্টর ও প্রক্টরিয়াল বডির সদস্যদের নিয়ে পদত্যাগ করবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি। রেজিস্ট্রারের এই প্রতিশ্রুতির পর রাত সাড়ে ১২টার দিকে বিক্ষোভ থামিয়ে হলে ফেরেন ছাত্রীরা। 

বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপাচার্যের বাসভবনের গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকাবিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রোববার রাতে ক্যাম্পাসে এক ছাত্রী হেনস্তার শিকার হন। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাত ১০টার মধ্যে ছাত্রীদের হলে প্রবেশ করার নির্দেশনা দেয়। এই নির্দেশনার পর ছাত্রীরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া দেখাতে থাকেন। পরে রাতে প্রীতিলতা হল থেকে ছাত্রীরা বিক্ষোভ করার সিদ্ধান্ত নেন। রাত সাড়ে ৯টার দিকে প্রীতিলতা হলের ছাত্রীরা উপাচার্যের বাসভবনের দিকে রওনা হলে প্রক্টরিয়াল বডির সদস্যরা বাধা দেন। প্রীতিলতা হলের ছাত্রীরা বাধা অমান্য করে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। একপর্যায়ে বিভিন্ন হল থেকে শতাধিক ছাত্রী এসে বিক্ষোভ যোগ দেন। এ সময় অন্যান্য হল থেকে আসা শিক্ষার্থীদের হল থেকে বের হতে বাধা দেওয়া হয় বলে তাঁরা অভিযোগ করেন। শিক্ষার্থীরা বিক্ষোভ থেকে চার দফা দাবি জানান। রাত ১২টার দিকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মনিরুল হাসান ঘটনাস্থলে চার কার্যদিবসের মধ্যে চার দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। রাত সাড়ে ১২টার দিকে ছাত্রীরা হলে ফিরে যান। 

ছাত্রীদের দাবিগুলো হলো-
১. ছাত্রীদের হলে প্রবেশের ক্ষেত্রে কোনো সময়সীমা না রাখা। 
২. যৌন নিপীড়ন সেল বাতিল করে নতুন করে সেল গঠন করা। 
৩. আগামী চার কর্মদিবসের মধ্যে চলমান ঘটনাগুলোর বিচার ও সুষ্ঠু সমাধান করা। 
৪. সমাধানে ব্যর্থ হলে প্রক্টরিয়াল বডির পদত্যাগ করা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

৫ ভারতীয় পাইলটকে বন্দী করার দাবি পাকিস্তানের

ভাগনের বিয়েতে ১ কেজি সোনা, ৪ বস্তা টাকা, ২১০ বিঘা জমি, পেট্রলপাম্প উপহার দিল মাড়োয়ারি পরিবার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত