Ajker Patrika

পুলিশের ছয় মামলা, সিসি ক্যামেরার আওতায় জঙ্গল সলিমপুর

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
পুলিশের ছয় মামলা, সিসি ক্যামেরার আওতায় জঙ্গল সলিমপুর

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের অবৈধ বসতির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনায় ছয়টি মামলা করেছে পুলিশ। উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে যানবাহন ভাঙচুর, ককটেল বিস্ফোরণ, সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে গত মঙ্গলবার দিবাগত রাতে মামলাগুলো করা হয়। এতে ৪৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৪০-১৫০ জনকে আসামি করা হয়। 

সীতাকুণ্ড থানা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে জঙ্গল সলিমপুর ও আলিনগরের বিক্ষুব্ধ অবৈধ বাসিন্দারা ৬ ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখেন। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ মামলার এসব তথ্য নিশ্চিত করেছেন। 

এদিকে গতকাল বুধবার নিরাপত্তা নিশ্চিতে সন্ত্রাসীদের অভয়ারণ্য খ্যাত দুর্গম পাহাড়ি এলাকা জঙ্গল সলিমপুরের প্রবেশদ্বারে দুটি নিরাপত্তা চৌকি ও ১৫টি ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপনের কাজ শুরু করেছে প্রশাসন।

সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম বলেন, ‘সরকারের মহাপরিকল্পনা বাস্তবায়নে জঙ্গল সলিমপুর ও আলী নগরের উন্নয়নকাজ চলমান রয়েছে।’ 

আশরাফুল আলম বলেন, ‘আমরা  এখানে আমরা ১৫টি সিসি ক্যামেরা স্থাপন ও দুটি নিরাপত্তা চৌকি নির্মাণের কাজ শুরু করেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত