হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর হাতিয়া বঙ্গোপসাগরে মাছ ধরার তিন ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ওইসব ট্রলার থেকে ৪২ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে ডুবে যাওয়া ট্রলারের কোনো খোঁজ পাওয়া যায়নি।
আজ মঙ্গলবার উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের দক্ষিণে বঙ্গোপসাগরে ভিন্ন ভিন্ন সময়ে এই ঘটনা ঘটে।
নিঝুম দ্বীপ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দিনাজ উদ্দিন জানান, ‘সাগরে ডুবে যাওয়া দুটি ট্রলারের মাঝিমাল্লাদের নিঝুম দ্বীপ নামার বাজারের দুটি ট্রলার উদ্ধার করে নিয়ে আসে। পরে তাঁদের নামার বাজারে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।’
তিনি আরও জানান, ‘ডুবে যাওয়া দুটি ট্রলার হলো জাহাজমারা ইউনিয়নের জংগলিয়ার ঘাটের জসিম মাঝির ট্রলার ও একই ঘাটের রিপন মাঝির ট্রলার। এই দুটি ট্রলারে ৩৩ জন মাঝিমাল্লা ছিলেন।’
জেলেদের উদ্ধারকারী এমভি হামজা-১ ট্রলারের মাঝি এনায়েত হোসেন জানান, ‘সাগর উত্তাল হয়ে পড়ায় ঘাটে ফিরে আসছিলেন তাঁরা। হঠাৎ নিঝুম দ্বীপের ৪০ কিলোমিটার দক্ষিণে এলে তাদের পাশে একটি ট্রলার ডুবে যেতে দেখেন। পরে ডুবে যাওয়া ট্রলারের মাঝিমাল্লাদের উদ্ধার করে নিঝুম দ্বীপ নামার বাজার ঘাটে নিয়ে আসি।’
তিনি আরও জানান, ‘ঘাটে আসার কিছু সময় পর অন্য একটি ট্রলার আরও ১৭ জন মাঝিমাল্লাকে উদ্ধার করে নিয়ে আসে। তাঁদের ট্রলারটিও উত্তাল সাগরে ডুবে যায়।’
এদিকে বেলা ১১টার সময় হাতিয়ার দমারচরের কাছে প্রবল বাতাসে ডুবে যায় আরও একটি ছোট মাছ ধরার ট্রলার। ট্রলারের মালিক ভোলা জেলার মনপুরা উপজেলার সাকুচিয়া।
ওই ইউনিয়নের বাসিন্দা জসিম উদ্দিন জানান, ‘ঢেউয়ের মধ্যে পড়ে ট্রলারটি উল্টে যাওয়ার পর ৯ মাঝিমাল্লা সবাই ট্রলারের একটি অংশ ধরে ভাসতে থাকেন। পরে হাতিয়ার সূর্যমুখী ঘাটের একটি ট্রলার তাঁদের উদ্ধার করে ঘাটে নিয়ে আসে।’ মোবাইলে দুর্ঘটনার বিস্তারিত জেলেরা তাঁকে জানিয়েছেন বলে জানান তিনি।
এ ব্যাপারে হাতিয়া কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার পবীর কুমার পিও আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল থেকে বিভিন্ন ঘাট থেকে সাগরে একাধিক ট্রলার ডুবে যাওয়ার সংবাদ আসতে থাকে। এর মধ্যে নিঝুম দ্বীপে দুটি ট্রলারের জেলেদের উদ্ধার করেছেন স্থানীয় জেলেরা। অন্যদিকে সূর্যমুখী ঘাটের একটি ট্রলার ৯ মাঝিমাল্লাকে উদ্ধার করার সংবাদ পাওয়া গেছে। এ ছাড়া বুড়িরদোনা ঘাটের একটি ট্রলার সাগরে ইঞ্জিন বিকল হলে কোস্ট গার্ড সদস্যরা গিয়ে উদ্ধার করে নিয়ে আসেন।’
নোয়াখালীর হাতিয়া বঙ্গোপসাগরে মাছ ধরার তিন ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ওইসব ট্রলার থেকে ৪২ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে ডুবে যাওয়া ট্রলারের কোনো খোঁজ পাওয়া যায়নি।
আজ মঙ্গলবার উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের দক্ষিণে বঙ্গোপসাগরে ভিন্ন ভিন্ন সময়ে এই ঘটনা ঘটে।
নিঝুম দ্বীপ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দিনাজ উদ্দিন জানান, ‘সাগরে ডুবে যাওয়া দুটি ট্রলারের মাঝিমাল্লাদের নিঝুম দ্বীপ নামার বাজারের দুটি ট্রলার উদ্ধার করে নিয়ে আসে। পরে তাঁদের নামার বাজারে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।’
তিনি আরও জানান, ‘ডুবে যাওয়া দুটি ট্রলার হলো জাহাজমারা ইউনিয়নের জংগলিয়ার ঘাটের জসিম মাঝির ট্রলার ও একই ঘাটের রিপন মাঝির ট্রলার। এই দুটি ট্রলারে ৩৩ জন মাঝিমাল্লা ছিলেন।’
জেলেদের উদ্ধারকারী এমভি হামজা-১ ট্রলারের মাঝি এনায়েত হোসেন জানান, ‘সাগর উত্তাল হয়ে পড়ায় ঘাটে ফিরে আসছিলেন তাঁরা। হঠাৎ নিঝুম দ্বীপের ৪০ কিলোমিটার দক্ষিণে এলে তাদের পাশে একটি ট্রলার ডুবে যেতে দেখেন। পরে ডুবে যাওয়া ট্রলারের মাঝিমাল্লাদের উদ্ধার করে নিঝুম দ্বীপ নামার বাজার ঘাটে নিয়ে আসি।’
তিনি আরও জানান, ‘ঘাটে আসার কিছু সময় পর অন্য একটি ট্রলার আরও ১৭ জন মাঝিমাল্লাকে উদ্ধার করে নিয়ে আসে। তাঁদের ট্রলারটিও উত্তাল সাগরে ডুবে যায়।’
এদিকে বেলা ১১টার সময় হাতিয়ার দমারচরের কাছে প্রবল বাতাসে ডুবে যায় আরও একটি ছোট মাছ ধরার ট্রলার। ট্রলারের মালিক ভোলা জেলার মনপুরা উপজেলার সাকুচিয়া।
ওই ইউনিয়নের বাসিন্দা জসিম উদ্দিন জানান, ‘ঢেউয়ের মধ্যে পড়ে ট্রলারটি উল্টে যাওয়ার পর ৯ মাঝিমাল্লা সবাই ট্রলারের একটি অংশ ধরে ভাসতে থাকেন। পরে হাতিয়ার সূর্যমুখী ঘাটের একটি ট্রলার তাঁদের উদ্ধার করে ঘাটে নিয়ে আসে।’ মোবাইলে দুর্ঘটনার বিস্তারিত জেলেরা তাঁকে জানিয়েছেন বলে জানান তিনি।
এ ব্যাপারে হাতিয়া কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার পবীর কুমার পিও আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল থেকে বিভিন্ন ঘাট থেকে সাগরে একাধিক ট্রলার ডুবে যাওয়ার সংবাদ আসতে থাকে। এর মধ্যে নিঝুম দ্বীপে দুটি ট্রলারের জেলেদের উদ্ধার করেছেন স্থানীয় জেলেরা। অন্যদিকে সূর্যমুখী ঘাটের একটি ট্রলার ৯ মাঝিমাল্লাকে উদ্ধার করার সংবাদ পাওয়া গেছে। এ ছাড়া বুড়িরদোনা ঘাটের একটি ট্রলার সাগরে ইঞ্জিন বিকল হলে কোস্ট গার্ড সদস্যরা গিয়ে উদ্ধার করে নিয়ে আসেন।’
নান্দাইলে জমি সংক্রান্ত জেরে ভাতিজার হাতে চাচা দিলোয়ার হোসেন দিলু (৪৫) খুন হয়েছে। আজ বৃহস্পতিবার (১লা মে) নান্দাইল উপজেলার মুসুল্লি ইউনিয়নের শুভখিলা গ্রামে এ খুনের ঘটনা ঘটে। এ ঘটনায় নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক ভাতিজা এনামুলকে (৪৫) আটক করে পুলিশ।
৮ ঘণ্টা আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ‘ফেমডম সেশনের’ নামে নির্যাতন ও পর্নোগ্রাফি প্রচারের অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করেছে ডিএমপির ভাটারা থানা-পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন শিখা আক্তার (২৫) ও সুইটি আক্তার জারা (২৫)।
৮ ঘণ্টা আগেশ্রম দেওয়া ছাড়া উৎপাদন প্রক্রিয়ায় শ্রমিকের প্রতিনিধিত্বের ব্যবস্থা বাংলাদেশের আইনে নেই। এ কারণে প্রচলিত আইনে শ্রমিকেরা মালিকের বা পুঁজিপতিদের ক্রীতদাসে পরিণত হয়ে আছে। মহান মে দিবস উপলক্ষে ১ মে (বৃহস্পতিবার) রাজধানীর পরিবাগ ডিসিসি সুপার মার্কেট প্রাঙ্গনে যুব বাঙালি আয়োজিত ‘মহান মে দিবসে ‘শ্রম-কর্ম...
৯ ঘণ্টা আগেনীলফামারী ইপিজেডে ভবনের ছাদ থেকে পড়ে বেলাল হোসেন (২৩) নামের এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার নীলফামারী উত্তরা ইপিজেডে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক বেলাল হোসেন সিরাজগঞ্জের কামারখন্দ থানার ভদ্রঘাটের নুরুজ্জামানের ছেলে।
৯ ঘণ্টা আগে