ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার নাগাইশ জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয়ে শিক্ষকের বেত্রাঘাতে মো. রিফাত (১৪) নামে এক ছাত্রের হাত ভাঙে গেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বুধবার সন্ধ্যায় এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার এ ঘটনা ঘটেছে।
আহত রিফাত উপজেলার নাগাইশ গ্রামের মনির হোসেনের ছেলে। সে ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
লিখিত অভিযোগ, এলাকাবাসী ও আহত সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বেলা ১১টার দিকে রিফাত অনুমতি না নিয়ে টয়লেটে যাওয়ায় ওই বিদ্যালয়ের শিক্ষক মো. জহিরুল ইসলাম জহির বাঁশের লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করেন।
একপর্যায়ে রিফাত মাটিতে লুটিয়ে পড়ে যায়। তবুও ওই শিক্ষক রিফাতকে মারধর করতে থাকেন। এ সময় রিফাতের চিৎকারে অন্য শিক্ষার্থীরা এগিয়ে এলে শিক্ষক জহির এ বিষয়ে কাউকে কিছু না বলার জন্য ভয়ভীতি প্রদর্শন করেন। পরে সেখান থেকে অফিস কক্ষে চলে যান তিনি।
পরবর্তীতে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম রব্বানী ও তোফায়েল আহমেদ আহত রিফাতকে উপজেলা সদরের একটি বেসরকারি ক্লিনিকে এনে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁর বাড়িতে পৌঁছে দেন।
নাম প্রকাশ না করার শর্তে এলাকার একাধিক ব্যক্তি বলেন, ‘সহকারী শিক্ষক জহিরুল হক জহির এলাকায় ও বিদ্যালয়ে সব সময় আধিপত্য বিস্তার করে চলেন। আহত শিক্ষার্থী রিফাতের পরিবার গরিব ও জহিরের পরিবার প্রভাবশালী হওয়ায় বিচার না পাওয়ার সম্ভাবনা রয়েছে।’
এ বিষয়ে স্কুলছাত্রের মা আসমা আক্তার মোবাইলে বলেন, ‘আমার ছেলে রিফাতের বাম হাতের অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে পুনরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তার পরীক্ষা–নিরীক্ষা করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে রিফাত ওই হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়ে আমার স্বামী বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।’
স্কুলছাত্রের মা আরও বলেন, ‘অন্যায় করলে শিক্ষক ছাত্রছাত্রীদের শাসন করবেন তা ঠিক আছে। কিন্তু হাতের সামনে যা পাবেন তাই দিয়ে পিটিয়ে শিক্ষার্থীর হাত ভেঙে দেবেন এটা কোন ধরনের শাসন? আমরা এর সুষ্ঠু বিচার চাই।’
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত শিক্ষক জহিরুল ইসলামকে একাধিকবার মোবাইল করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
মারধরের বিষয়ে নাগাইশ জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশাররফ হোসেন বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যরা এবং এলাকার লোকজন বিষয়টি সমাধান করার চেষ্টা করছেন।’
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা বলেন, ‘আহত রিফাতের বাবা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার নাগাইশ জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয়ে শিক্ষকের বেত্রাঘাতে মো. রিফাত (১৪) নামে এক ছাত্রের হাত ভাঙে গেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বুধবার সন্ধ্যায় এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার এ ঘটনা ঘটেছে।
আহত রিফাত উপজেলার নাগাইশ গ্রামের মনির হোসেনের ছেলে। সে ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
লিখিত অভিযোগ, এলাকাবাসী ও আহত সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বেলা ১১টার দিকে রিফাত অনুমতি না নিয়ে টয়লেটে যাওয়ায় ওই বিদ্যালয়ের শিক্ষক মো. জহিরুল ইসলাম জহির বাঁশের লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করেন।
একপর্যায়ে রিফাত মাটিতে লুটিয়ে পড়ে যায়। তবুও ওই শিক্ষক রিফাতকে মারধর করতে থাকেন। এ সময় রিফাতের চিৎকারে অন্য শিক্ষার্থীরা এগিয়ে এলে শিক্ষক জহির এ বিষয়ে কাউকে কিছু না বলার জন্য ভয়ভীতি প্রদর্শন করেন। পরে সেখান থেকে অফিস কক্ষে চলে যান তিনি।
পরবর্তীতে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম রব্বানী ও তোফায়েল আহমেদ আহত রিফাতকে উপজেলা সদরের একটি বেসরকারি ক্লিনিকে এনে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁর বাড়িতে পৌঁছে দেন।
নাম প্রকাশ না করার শর্তে এলাকার একাধিক ব্যক্তি বলেন, ‘সহকারী শিক্ষক জহিরুল হক জহির এলাকায় ও বিদ্যালয়ে সব সময় আধিপত্য বিস্তার করে চলেন। আহত শিক্ষার্থী রিফাতের পরিবার গরিব ও জহিরের পরিবার প্রভাবশালী হওয়ায় বিচার না পাওয়ার সম্ভাবনা রয়েছে।’
এ বিষয়ে স্কুলছাত্রের মা আসমা আক্তার মোবাইলে বলেন, ‘আমার ছেলে রিফাতের বাম হাতের অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে পুনরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তার পরীক্ষা–নিরীক্ষা করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে রিফাত ওই হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়ে আমার স্বামী বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।’
স্কুলছাত্রের মা আরও বলেন, ‘অন্যায় করলে শিক্ষক ছাত্রছাত্রীদের শাসন করবেন তা ঠিক আছে। কিন্তু হাতের সামনে যা পাবেন তাই দিয়ে পিটিয়ে শিক্ষার্থীর হাত ভেঙে দেবেন এটা কোন ধরনের শাসন? আমরা এর সুষ্ঠু বিচার চাই।’
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত শিক্ষক জহিরুল ইসলামকে একাধিকবার মোবাইল করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
মারধরের বিষয়ে নাগাইশ জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশাররফ হোসেন বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যরা এবং এলাকার লোকজন বিষয়টি সমাধান করার চেষ্টা করছেন।’
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা বলেন, ‘আহত রিফাতের বাবা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
রাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। তাঁদের দুজনের বাড়ি একই এলাকায়।
৫ মিনিট আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে ঢাকার কেরানীগঞ্জে র্যাব-১০ সদর দপ্তর, কেন্দ্রীয় কারাগার ও তেঘরিয়া উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপদেষ্টা এই তথ্য জানান।
১৫ মিনিট আগেসাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এই নিয়ে ১২০ বারের মতো তারিখ পিছিয়ে নতুন তারিখ ধার্য করা হয়েছে আগামী ১৪ সেপ্টেম্বর। আজ সোমবার (১১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এই তারিখ ধার্য করেন।
১৮ মিনিট আগেমৃত্যুর হাত থেকে বাঁচতে প্রাণপণ চেষ্টা করেছিলেন গণপিটুনির শিকার রূপলাল দাস ও প্রদীপ লাল। দুই হাতজোড় করে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে বলেছিলেন, ‘আমি চোর না, ডাকাত না।’ তবুও শেষরক্ষা হয়নি রূপলাল দাস ও প্রদীপ লালের। তাঁদের সেই মর্মস্পর্শী আকুতির ভিডিও এখন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে, যা দেখে অনেকেই..
১৯ মিনিট আগে