Ajker Patrika

আন্দোলনের সমন্বয়ককে মারধর, ৩ দিনের মধ্যে ব্যবস্থার আশ্বাস কুবি প্রক্টরের

কুবি প্রতিনিধি
আন্দোলনের সমন্বয়ককে মারধর, ৩ দিনের মধ্যে ব্যবস্থার আশ্বাস কুবি প্রক্টরের

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফরহাদ কাউছারের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় তিন দিনের মধ্যে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. কাজী উমর সিদ্দিকী। 

ফরহাদ কাউছার গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 

অভিযুক্ত শিক্ষার্থীরা হলেন—মার্কেটিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের রবিন দাস, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের রিয়াজ উদ্দিন, নৃবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আক্তারুজ্জামান পাভেল, মার্কেটিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের আশিকুর রহমান রাফি। এই শিক্ষার্থীরা এর আগেও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে সংবাদের শিরোনাম হয়েছেন। 

এই ঘটনার প্রতিবাদ এবং তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করেন। মানববন্ধন শেষে বিভাগের শিক্ষার্থীরা প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন। 

এ ব্যাপারে প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. কাজী ওমর সিদ্দিকী বলেন, ‘গতকাল আন্দোলনকারী এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ শুনেছি এবং এ ব্যাপারে আজকে একটি অভিযোগ পেয়েছি। আমি আশ্বাস দিচ্ছি, তদন্ত সাপেক্ষে তিন দিনের মধ্যে অপরাধীদের বিচারের আওতায় আনা হবে।’ 

প্রসঙ্গত, গতকাল সোমবার (১৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফরহাদ কাউছার প্রাইভেট টিউশন শেষ করে কান্দিরপাড় থেকে ক্যাম্পাসে ফিরলে শেখ হাসিনা হলের সামনে পাভেল নামের এক শিক্ষার্থী ডেকে নিয়ে যান। রবিন নামের এক শিক্ষার্থী প্রথমে তাঁকে মারতে শুরু করেন। একপর্যায়ে পাভেল, রাফি, রিয়াজ এলোপাতাড়ি কিল–ঘুষি মারতে থাকেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত