Ajker Patrika

স্ত্রীর মরদেহ হাসপাতালে রেখে পালালেন স্বামী

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৭: ০৩
স্ত্রীর মরদেহ হাসপাতালে রেখে পালালেন স্বামী

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আফিলা আক্তার (৪০) নামের এক গৃহবধূকে অচেতন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তাঁর স্বামী জজ মিয়া। চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করলে হাসপাতালেই স্ত্রীকে ফেলে পালিয়ে যান তাঁর স্বামী। পরে পুলিশ হাসপাতাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে।

গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর বাড়ি উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রামে। তিনি ওই গ্রামের সুন্দর আলীর মেয়ে।

নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার বলেন, নিহতের স্বামী জজ মিয়া ভাঙারির ব্যবসা করতেন। বিয়ের পর থেকেই তাঁদের অভাব-অনটন ছিল। ঘটনার দিন রাত ৭টার দিকে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে স্বামী জজ মিয়া আফিলাকে মারধর করেন। অত্যাচার সইতে না পেরে অভিমানে বিষপান করেন তিনি। পরে গতকাল রাত ৯টার দিকে অচেতন অবস্থায় আফিলাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন তাঁর স্বামী। চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে মৃত ঘোষণা করলে হাসপাতাল থেকে পালিয়ে যান নিহতের স্বামী।

ওসি জানান, হাসপাতাল থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ আজ বুধবার ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে এ ঘটনায় থানায় কেউ মামলা করেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত