চাঁদপুর প্রতিনিধি
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, যেকোনো সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো সংগঠন ছাত্রলীগ কোনো অপকর্মে জড়িত নয়। আজ মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পৌর ছাত্রলীগের কর্মিসভায় তিনি এ কথা বলেন।
দীপু মনি বলেন, দেশের আন্দোলন, সংগ্রাম ও নির্বাচন কোনো কিছুই ছাত্রলীগ ছাড়া হয় না। যেকোনো সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে ছাত্রলীগ। দেশের সবুজায়নের ক্ষেত্রে ছাত্রলীগের বড় অবদান রয়েছে। অতিমারির সময়ও ছাত্রলীগের ভূমিকা ছিল অপরিসীম এবং প্রশংসনীয়।
‘ছাত্রলীগকে নিয়ে আমি গর্ব অনুভব করি। আমার ছাত্রলীগ কোনো অপকর্মে জড়িত নয়।’
শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘যে মানুষ অন্যের কষ্টে নিজের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, সে মানুষ স্মার্ট মানুষ। যে মানুষ নিজের মতামতকে যেমন গুরুত্ব দেন, তেমনি অন্যের মতের সঙ্গে একমত না হলেও তাঁর মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী এবং তাঁর মতামতের প্রতি সহিষ্ণুতা দেখান, তিনি হলেন স্মার্ট। যিনি মানবিকতায় বিশ্বাস করেন, অন্যের সঙ্গে কাজ করে দেশ গড়বার স্বপ্ন দেখেন, তিনি স্মার্ট মানুষ। যে মানুষ বিজ্ঞান প্রযুক্তিতে বিশ্বাস করেন, এই বিশ্ব এবং আগামীর জন্য নিজেকে তৈরি করেন, তিনি স্মার্ট মানুষ।’
ছাত্রলীগের নেতা-কর্মীদের আগামী দিনের ‘স্মার্ট’ মানুষ হিসেবে তুলে ধরে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বলেন, ‘শুধু যন্ত্রের ব্যবহার নয়, যন্ত্রের মধ্যে যত প্রযুক্তি আছে তা ব্যবহার করে কীভাবে আমাদের জীবন, পরিবারের, সমাজের, দেশের উন্নতি করতে পারি এবং নতুন কিছু উদ্ভাবন করতে পারি এসব বিষয়ে যিনি চিন্তা করেন তিনি স্মার্ট মানুষ।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘যিনি ধর্মের ভিন্নতার কারণে অন্যের ওপর অন্যায় ও নির্যাতন করেন না, নিজের ধর্ম পালনে যেমন সত্যনিষ্ঠ থাকেন, অন্যের ধর্ম পালনে যিনি শ্রদ্ধা করেন, তিনি স্মার্ট। কাজেই আমরা সৎ, সহমর্মী, পরমতসহিষ্ণু, বিজ্ঞানে প্রযুক্তিতে দক্ষ, মানবিক, অসাম্প্রদায়িক মানুষ চাই। আমরা গণতন্ত্রের চেতনায় উদ্বুদ্ধ সোনার মানুষ চাই। এসব গুণ যাঁদের মধ্যে, তাঁরাই স্মার্ট মানুষ।’
সেই ধরনের মানুষ তৈরি করার কাজ কার, সেই প্রশ্ন তুলে তিনি আরও বলেন, এই ছাত্রলীগ (তা) পারবে। কারণ এই ছাত্রলীগ শেখ হাসিনাকে তাদের নেত্রী মানে। অতএব নেত্রী যে নির্দেশনা দিয়েছেন, ছাত্রলীগ সে নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করবে। তাহলে আপনারাই হবেন স্মার্ট বাংলাদেশ তৈরি করার স্মার্ট কারিগর।
পৌর ছাত্রলীগের সভাপতি মুহাম্মদ সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালি বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিজি ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন খান। এ ছাড়া চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারীসহ ছাত্রলীগের সাবেক নেতারাও অনুষ্ঠানে ছিলেন।
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, যেকোনো সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো সংগঠন ছাত্রলীগ কোনো অপকর্মে জড়িত নয়। আজ মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পৌর ছাত্রলীগের কর্মিসভায় তিনি এ কথা বলেন।
দীপু মনি বলেন, দেশের আন্দোলন, সংগ্রাম ও নির্বাচন কোনো কিছুই ছাত্রলীগ ছাড়া হয় না। যেকোনো সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে ছাত্রলীগ। দেশের সবুজায়নের ক্ষেত্রে ছাত্রলীগের বড় অবদান রয়েছে। অতিমারির সময়ও ছাত্রলীগের ভূমিকা ছিল অপরিসীম এবং প্রশংসনীয়।
‘ছাত্রলীগকে নিয়ে আমি গর্ব অনুভব করি। আমার ছাত্রলীগ কোনো অপকর্মে জড়িত নয়।’
শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘যে মানুষ অন্যের কষ্টে নিজের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, সে মানুষ স্মার্ট মানুষ। যে মানুষ নিজের মতামতকে যেমন গুরুত্ব দেন, তেমনি অন্যের মতের সঙ্গে একমত না হলেও তাঁর মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী এবং তাঁর মতামতের প্রতি সহিষ্ণুতা দেখান, তিনি হলেন স্মার্ট। যিনি মানবিকতায় বিশ্বাস করেন, অন্যের সঙ্গে কাজ করে দেশ গড়বার স্বপ্ন দেখেন, তিনি স্মার্ট মানুষ। যে মানুষ বিজ্ঞান প্রযুক্তিতে বিশ্বাস করেন, এই বিশ্ব এবং আগামীর জন্য নিজেকে তৈরি করেন, তিনি স্মার্ট মানুষ।’
ছাত্রলীগের নেতা-কর্মীদের আগামী দিনের ‘স্মার্ট’ মানুষ হিসেবে তুলে ধরে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বলেন, ‘শুধু যন্ত্রের ব্যবহার নয়, যন্ত্রের মধ্যে যত প্রযুক্তি আছে তা ব্যবহার করে কীভাবে আমাদের জীবন, পরিবারের, সমাজের, দেশের উন্নতি করতে পারি এবং নতুন কিছু উদ্ভাবন করতে পারি এসব বিষয়ে যিনি চিন্তা করেন তিনি স্মার্ট মানুষ।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘যিনি ধর্মের ভিন্নতার কারণে অন্যের ওপর অন্যায় ও নির্যাতন করেন না, নিজের ধর্ম পালনে যেমন সত্যনিষ্ঠ থাকেন, অন্যের ধর্ম পালনে যিনি শ্রদ্ধা করেন, তিনি স্মার্ট। কাজেই আমরা সৎ, সহমর্মী, পরমতসহিষ্ণু, বিজ্ঞানে প্রযুক্তিতে দক্ষ, মানবিক, অসাম্প্রদায়িক মানুষ চাই। আমরা গণতন্ত্রের চেতনায় উদ্বুদ্ধ সোনার মানুষ চাই। এসব গুণ যাঁদের মধ্যে, তাঁরাই স্মার্ট মানুষ।’
সেই ধরনের মানুষ তৈরি করার কাজ কার, সেই প্রশ্ন তুলে তিনি আরও বলেন, এই ছাত্রলীগ (তা) পারবে। কারণ এই ছাত্রলীগ শেখ হাসিনাকে তাদের নেত্রী মানে। অতএব নেত্রী যে নির্দেশনা দিয়েছেন, ছাত্রলীগ সে নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করবে। তাহলে আপনারাই হবেন স্মার্ট বাংলাদেশ তৈরি করার স্মার্ট কারিগর।
পৌর ছাত্রলীগের সভাপতি মুহাম্মদ সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালি বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিজি ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন খান। এ ছাড়া চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারীসহ ছাত্রলীগের সাবেক নেতারাও অনুষ্ঠানে ছিলেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার অভিযোগে সম্প্রতি ২৫৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছিল প্রশাসন। সেই তালিকায় মারধরে নিহত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লার নামও রয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
১৫ মিনিট আগেঅধ্যক্ষকে পদত্যাগে ‘বাধ্য করানোর চেষ্টা’ ও ‘হেনস্তা’ করার ঘটনার প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল থেকে রাজধানীর শ্যামলীতে অবস্থিত এই বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি ছাড়া অন্য সব চিকিৎসাসেবা বন্ধ রয়ে
১৬ মিনিট আগেখুলনায় প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। আজ বুধবার সন্ধ্যায় নগরীর বয়রা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
১৯ মিনিট আগেমুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আড়ালিয়া গ্রামে উদ্ধার মর্টার শেল বিস্ফোরণে গ্রামের তিনটি গরু মারা গেছে এবং অর্ধশতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী। এ জন্য তাঁরা ক্ষতিপূরণ দাবি করেছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
২৯ মিনিট আগে