মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
মিরসরাইয়ে স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা ও ভয়ে চার মাস ভুক্তভোগীর স্কুলে না যাওয়ার ঘটনায় গ্রেপ্তার হওয়া তিন নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা নিজের ফেসবুক আইডিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
তারা হলেন উপজেলার মঘাদিয়া ইউনিয়ন ছাত্রলীগে সহ-সম্পাদক সাজ্জাদ হোসেন সাগর (২১), গণ-শিক্ষা বিষয়ক সম্পাদক মো. শামছুদ্দিন প্রকাশ সালমান হোসেন (২০) ও ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিফাত হোসেন (২০)।
গতকাল রোববার ভুক্তভোগীকে স্কুলে দিয়ে ফেরার সময় তার মায়ের গতিরোধ করায় ওই নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এ ঘটনায় আজকের পত্রিকার প্রিন্ট ভার্সনে ‘জামিনে বেরিয়ে আবার উত্ত্যক্ত ৪ তরুণ জেলে’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়।
এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলা ছাত্রলীগের জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঘাদিয়া ইউনিয়নের তিন ছাত্রলীগ নেতাকে স্ব স্ব সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘ছাত্রলীগ কারও ব্যক্তিগত অপরাধের দায়িত্ব নিবে না।’
গত ১২ মে স্কুল থেকে বাড়ি ফেরার পথে সাধুরবাজার এলাকায় সবুজ (২১) ও শুভ (১৯) ওই ছাত্রীকে অপহরণের চেষ্টা করে। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। ঘটনার দিন বিকেলে থানায় একটি লিখিত অভিযোগ দেন ভুক্তভোগীর বাবা।
অভিযোগের পর পুলিশ একজনকে গ্রেপ্তার করে। আরেকজন আদালতে আত্মসমর্পণ করে। পরে তারা জামিনে বেরিয়ে দলবল নিয়ে বাড়ির চালে ঢিল ছুড়ে এবং নানা ধরনের হুমকি দেয়। তাদের ভয়ে চার মাস স্কুলে যাওয়া বন্ধ থাকে ওই ছাত্রীর। এ ঘটনা সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হলে প্রশাসনের কর্মকর্তার ছাত্রীর বাড়িতে গিয়ে নিরাপত্তার আশ্বাস দেয় আবার স্কুলে যাওয়ার জন্য।
গতকাল রোববার মেয়েকে স্কুলে নিয়ে যায় তার মা। স্কুলে দিয়ে বাড়ি ফেরার পথে সাধুর বাজার পুরোনো সিএনজি স্ট্যান্ডে মামলার ১ নম্বর ও ৫ নম্বর আসামিসহ অজ্ঞাত ৪ / ৫ জন পূর্বপরিকল্পিতভাবে তার মায়ের গতিরোধ করে মামলা তুলে নেওয়ার জন্য ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে ছাত্রলীগের তিন নেতাসহ পাঁচজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে পুলিশ চারজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
মিরসরাইয়ে স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা ও ভয়ে চার মাস ভুক্তভোগীর স্কুলে না যাওয়ার ঘটনায় গ্রেপ্তার হওয়া তিন নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা নিজের ফেসবুক আইডিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
তারা হলেন উপজেলার মঘাদিয়া ইউনিয়ন ছাত্রলীগে সহ-সম্পাদক সাজ্জাদ হোসেন সাগর (২১), গণ-শিক্ষা বিষয়ক সম্পাদক মো. শামছুদ্দিন প্রকাশ সালমান হোসেন (২০) ও ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিফাত হোসেন (২০)।
গতকাল রোববার ভুক্তভোগীকে স্কুলে দিয়ে ফেরার সময় তার মায়ের গতিরোধ করায় ওই নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এ ঘটনায় আজকের পত্রিকার প্রিন্ট ভার্সনে ‘জামিনে বেরিয়ে আবার উত্ত্যক্ত ৪ তরুণ জেলে’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়।
এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলা ছাত্রলীগের জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঘাদিয়া ইউনিয়নের তিন ছাত্রলীগ নেতাকে স্ব স্ব সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘ছাত্রলীগ কারও ব্যক্তিগত অপরাধের দায়িত্ব নিবে না।’
গত ১২ মে স্কুল থেকে বাড়ি ফেরার পথে সাধুরবাজার এলাকায় সবুজ (২১) ও শুভ (১৯) ওই ছাত্রীকে অপহরণের চেষ্টা করে। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। ঘটনার দিন বিকেলে থানায় একটি লিখিত অভিযোগ দেন ভুক্তভোগীর বাবা।
অভিযোগের পর পুলিশ একজনকে গ্রেপ্তার করে। আরেকজন আদালতে আত্মসমর্পণ করে। পরে তারা জামিনে বেরিয়ে দলবল নিয়ে বাড়ির চালে ঢিল ছুড়ে এবং নানা ধরনের হুমকি দেয়। তাদের ভয়ে চার মাস স্কুলে যাওয়া বন্ধ থাকে ওই ছাত্রীর। এ ঘটনা সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হলে প্রশাসনের কর্মকর্তার ছাত্রীর বাড়িতে গিয়ে নিরাপত্তার আশ্বাস দেয় আবার স্কুলে যাওয়ার জন্য।
গতকাল রোববার মেয়েকে স্কুলে নিয়ে যায় তার মা। স্কুলে দিয়ে বাড়ি ফেরার পথে সাধুর বাজার পুরোনো সিএনজি স্ট্যান্ডে মামলার ১ নম্বর ও ৫ নম্বর আসামিসহ অজ্ঞাত ৪ / ৫ জন পূর্বপরিকল্পিতভাবে তার মায়ের গতিরোধ করে মামলা তুলে নেওয়ার জন্য ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে ছাত্রলীগের তিন নেতাসহ পাঁচজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে পুলিশ চারজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
প্রায় ১৭০ বছর আগে বাংলাদেশে চায়ের চাষ শুরু হয়। পরে সময় যত পেরিয়েছে, চা-বাগানের সংখ্যা ও পরিধি বেড়েছে। কিন্তু বাগানের শ্রমিকদের জীবনমানের তেমন কোনো উন্নতি হয়নি। এখন বেকারত্বে জর্জরিত হয়ে আছে শ্রমিকদের পরিবারগুলো।
১ ঘণ্টা আগেশ্রমিকের হাতুড়ির আঘাতে ভাঙছে ইট, গড়ে উঠছে দালান, সেতু, রাস্তা। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে এই পরিশ্রমের কাজ করেও জোড়া লাগেনি তাঁদের ভাগ্য। এখান থেকে পাওয়া সামান্য আয়ে তাঁরা কোনোরকমে ধরে রেখেছেন সংসারের হাল।
১ ঘণ্টা আগেসড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
৯ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৯ ঘণ্টা আগে