নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী জেলা শহরের মাইজদীতে অভিযান চালিয়ে আলেয়া বেগম (৬০) নামের এক নারীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় ওই নারীর সঙ্গে থাকা একটি বালিশ থেকে ৫টি আলাদা প্যাকেট থেকে ৯৭০টি ইয়াবা জব্দ করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে সুধারাম মডেল থানাসংলগ্ন মেসার্স আবদুল হক ফিলিং স্টেশনের সামনে থেকে তাঁকে আটক করা হয়। আটক আলেয়া বেগম চট্টগ্রামের বায়েজিদ বোস্তামির ছিন্নমূল এলাকার সুলতান মিয়ার মেয়ে।
জানা গেছে, আলেয়া বেগম গত রোববার কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবার একটি বড় চালান নিয়ে প্রথমে চট্টগ্রাম ও পরে সোমবার রাতে নোয়াখালীর উদ্দেশে যাত্রা করে। গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পেয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁকে নজরদারিতে রাখা হয়। মঙ্গলবার সকালে চট্টগ্রাম থেকে ফেনী ও পরে ফেনী থেকে বাসযোগে চৌমুহনী চৌরাস্তায় আসেন আলেয়া বেগম।
সেখান থেকে গাড়ি পরিবর্তন করে সিএনজিযোগে দুপুরে মাইজদী আবদুল হক ফিলিং স্টেশনের সামনে নামেন আলেয়া। এ সময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল ওই স্থানে পৌঁছে তাঁকে আটক করে। পরে তাঁর সঙ্গে থাকা একটি বালিশের ভেতরে তল্লাশি চালিয়ে ৯৭০টি ইয়াবা জব্দ করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ওই নারী কক্সবাজার থেকে ইয়াবা এনে চট্টগ্রাম, ফেনী ও নোয়াখালীর বিভিন্ন স্থানে পাইকারি বিক্রি করত। বেগমগঞ্জের রামগঞ্জের এক মাদক কারবারি ইয়াবাগুলো পৌঁছে দিতে মাইজদীতে আসেন আলেয়া। এ ঘটনায় আটক নারী ও ওই মাদক কারবারির বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
নোয়াখালী জেলা শহরের মাইজদীতে অভিযান চালিয়ে আলেয়া বেগম (৬০) নামের এক নারীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় ওই নারীর সঙ্গে থাকা একটি বালিশ থেকে ৫টি আলাদা প্যাকেট থেকে ৯৭০টি ইয়াবা জব্দ করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে সুধারাম মডেল থানাসংলগ্ন মেসার্স আবদুল হক ফিলিং স্টেশনের সামনে থেকে তাঁকে আটক করা হয়। আটক আলেয়া বেগম চট্টগ্রামের বায়েজিদ বোস্তামির ছিন্নমূল এলাকার সুলতান মিয়ার মেয়ে।
জানা গেছে, আলেয়া বেগম গত রোববার কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবার একটি বড় চালান নিয়ে প্রথমে চট্টগ্রাম ও পরে সোমবার রাতে নোয়াখালীর উদ্দেশে যাত্রা করে। গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পেয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁকে নজরদারিতে রাখা হয়। মঙ্গলবার সকালে চট্টগ্রাম থেকে ফেনী ও পরে ফেনী থেকে বাসযোগে চৌমুহনী চৌরাস্তায় আসেন আলেয়া বেগম।
সেখান থেকে গাড়ি পরিবর্তন করে সিএনজিযোগে দুপুরে মাইজদী আবদুল হক ফিলিং স্টেশনের সামনে নামেন আলেয়া। এ সময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল ওই স্থানে পৌঁছে তাঁকে আটক করে। পরে তাঁর সঙ্গে থাকা একটি বালিশের ভেতরে তল্লাশি চালিয়ে ৯৭০টি ইয়াবা জব্দ করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ওই নারী কক্সবাজার থেকে ইয়াবা এনে চট্টগ্রাম, ফেনী ও নোয়াখালীর বিভিন্ন স্থানে পাইকারি বিক্রি করত। বেগমগঞ্জের রামগঞ্জের এক মাদক কারবারি ইয়াবাগুলো পৌঁছে দিতে মাইজদীতে আসেন আলেয়া। এ ঘটনায় আটক নারী ও ওই মাদক কারবারির বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাগর আহমেদ লাভলুকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) রাতে বাঁশতৈল বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সাগর আহমেদ লাভলু বাঁশতৈল ইউনিয়নের গাইরাবেতিল গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
১১ মিনিট আগে৫৫ হাজার টাকার মোবাইল কেনার বায়না ধরে সাব্বির মোল্লা (১৬) নামের এক স্কুলছাত্র কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেছে। টের পেয়ে স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসাসেবায় সে প্রাণে বেঁচে যায়। তার এমন কর্মকাণ্ডে পরিবার ও এলাকাবাসী হতবাক।
১২ মিনিট আগেপুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পোড়াগাছা গ্রামের মিলন মাদবর দীর্ঘদিন ধরে ওমানপ্রবাসী। গ্রামের বাড়িতে কেউ না থাকায় মিলন মাদবরের বসতঘরটি পরিত্যক্ত অবস্থায় আছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানে পাঁচটি বালতিতে রাখা ৩০টি তাজা হাতবোমা উদ্ধার করা হয়।
১৫ মিনিট আগেগাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় ৭ আগস্ট যে স্থানে সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করেছিল, সেই একই স্থানে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এক শরবত বিক্রেতাকে ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর আহত ওই ব্যক্তিকে পরে হাসপাতালে ভর্তি করা হয়।
২৯ মিনিট আগে