নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) বিদ্যুৎ উপবিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) ঝুলন কুমার দাশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কোটাসংস্কার আন্দোলনের সময় চট্টগ্রামের যেসব এলাকায় ছাত্র-জনতা জড়ো হয়েছিলেন সেখানে সড়কবাতি বন্ধ রাখার অভিযোগে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ বুধবার এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। একই সঙ্গে বরখাস্ত হওয়া এই কর্মকর্তার অনিয়ম-দুর্নীতির অভিযোগের তদন্তে তিন সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে।
চসিক সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন নেতা বুধবার দুপুরে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে তাঁরা দুটি দাবি জানান।
সেই দাবিগুলো হলো,৩–৫ আগস্ট ঝুলন কুমার দাশের নির্দেশনায় নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশে সড়কবাতি নেভানো ছিল, যার ফলে আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্ররা নিরাপত্তাহীনতার শিকার হন।
এছাড়া, বৈষম্যবিরোধী ছাত্রনেতারা ঝুলন কুমার দাশের বিরুদ্ধে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন দূর্নীতির প্রকাশিত সংবাদ উপস্থাপন করেন। তাঁরা বেলা ৩টা থেকে ১ ঘণ্টার মধ্যে ঝুলন কুমার দাশকে চাকরি থেকে বরখাস্ত করা না হলে সংবাদ সম্মেলন করে তাঁর বিভিন্ন দুর্নীতির তথ্য গণমাধ্যমের কাছে তুলে ধরার ঘোষণা দেন। এরপরই ঝুলন কুমার দাশকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম। তিনি বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির প্রেক্ষিতে চসিকের বিদ্যুৎ উপ-বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (অ. দা.) ঝুলন কুমার দাশকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তিনি বলেন, ঝুলন কুমার দাশের বিরুদ্ধে গণমাধ্যমে প্রকাশিত দূর্নীতির অভিযোগ তদন্তে জরুরি তদন্ত করার জন্য প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমীকে আহ্বায়ক ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমকে সদস্যসচিব করে কমিটি করা হয়েছে। কমিটির অন্য সদস্য হলেন আইন কর্মকর্তা মো. জসিম উদ্দিন।
মেয়রের সহকারীর পদত্যাগ
চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম জানান, মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর একান্ত সহকারী হোসেন আওরঙ্গজেব শিবলু গতকাল মঙ্গলবার চাকরি থেকে অব্যাহতির আবেদন করেছিলেন। সেই আবেদন গ্রহণ করা হয়েছে। ছাত্ররা লিখিতভাবে আরও কিছু দাবি জানিয়েছেন সেগুলোও গ্রহণ করা হয়েছে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) বিদ্যুৎ উপবিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) ঝুলন কুমার দাশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কোটাসংস্কার আন্দোলনের সময় চট্টগ্রামের যেসব এলাকায় ছাত্র-জনতা জড়ো হয়েছিলেন সেখানে সড়কবাতি বন্ধ রাখার অভিযোগে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ বুধবার এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। একই সঙ্গে বরখাস্ত হওয়া এই কর্মকর্তার অনিয়ম-দুর্নীতির অভিযোগের তদন্তে তিন সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে।
চসিক সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন নেতা বুধবার দুপুরে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে তাঁরা দুটি দাবি জানান।
সেই দাবিগুলো হলো,৩–৫ আগস্ট ঝুলন কুমার দাশের নির্দেশনায় নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশে সড়কবাতি নেভানো ছিল, যার ফলে আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্ররা নিরাপত্তাহীনতার শিকার হন।
এছাড়া, বৈষম্যবিরোধী ছাত্রনেতারা ঝুলন কুমার দাশের বিরুদ্ধে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন দূর্নীতির প্রকাশিত সংবাদ উপস্থাপন করেন। তাঁরা বেলা ৩টা থেকে ১ ঘণ্টার মধ্যে ঝুলন কুমার দাশকে চাকরি থেকে বরখাস্ত করা না হলে সংবাদ সম্মেলন করে তাঁর বিভিন্ন দুর্নীতির তথ্য গণমাধ্যমের কাছে তুলে ধরার ঘোষণা দেন। এরপরই ঝুলন কুমার দাশকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম। তিনি বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির প্রেক্ষিতে চসিকের বিদ্যুৎ উপ-বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (অ. দা.) ঝুলন কুমার দাশকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তিনি বলেন, ঝুলন কুমার দাশের বিরুদ্ধে গণমাধ্যমে প্রকাশিত দূর্নীতির অভিযোগ তদন্তে জরুরি তদন্ত করার জন্য প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমীকে আহ্বায়ক ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমকে সদস্যসচিব করে কমিটি করা হয়েছে। কমিটির অন্য সদস্য হলেন আইন কর্মকর্তা মো. জসিম উদ্দিন।
মেয়রের সহকারীর পদত্যাগ
চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম জানান, মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর একান্ত সহকারী হোসেন আওরঙ্গজেব শিবলু গতকাল মঙ্গলবার চাকরি থেকে অব্যাহতির আবেদন করেছিলেন। সেই আবেদন গ্রহণ করা হয়েছে। ছাত্ররা লিখিতভাবে আরও কিছু দাবি জানিয়েছেন সেগুলোও গ্রহণ করা হয়েছে।
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৪ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৪ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
৪ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৬ ঘণ্টা আগে