Ajker Patrika

লক্ষ্মীপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে তরুণ নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩, ১১: ১৫
লক্ষ্মীপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে তরুণ নিহত

লক্ষ্মীপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে আসিফ মাহমুদ (২২) নামে এক তরুণ নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে লক্ষ্মীপুর-রামগঞ্জ আঞ্চলিক সড়কের খিলবাইছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার বিষয়টি নিশ্চিত করেন। 

আসিফ মাহমুদ লক্ষ্মীপুর পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের মৃত আবুল খায়েরের ছেলে। তিনি চট্টগ্রামের একটি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আসিফ মোটরসাইকেল চালিয়ে রামগঞ্জ এলাকা থেকে লক্ষ্মীপুর শহরের দিকে যাচ্ছিলেন। রামগঞ্জ সড়কের খিলবাইছা মাছিমনগর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে পৌঁছালে সেখানে থাকা স্পিডব্রেকার পার হতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। 

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, প্রচুর রক্তক্ষরণে রাত সাড়ে ১১টার দিকে আসিফ মারা যান। 

সদর থানার ওসি মো. সাইফুদ্দিন আনোয়ার, মোটরসাইকেল দুর্ঘটনায় আসিফ মাহমুদ নামে এক তরুণ নিহত হয়েছেন। নিহতের লাশ পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত