Ajker Patrika

কুমিল্লা-৫ আসনের সাবেক সংসদ সদস্য আবুল হাশেম খান মারা গেছেন

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ১১: ৩৩
কুমিল্লা-৫ আসনের সাবেক সংসদ সদস্য আবুল হাশেম খান মারা গেছেন

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সদ্য সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল হাশেম খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার ভোর ৫টা ১০ মিনিটে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর মেয়ে জিমাম আসফিয়া হাশেম। 

জিমাম আসফিয়া জানান, তাঁরা বাবা আবুল হাশেম খান বেশ কিছুদিন ধরে অসুস্থ হয়ে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর আগে গত বছরের সেপ্টেম্বরে ঢাকার একটি হাসপাতালে তাঁর ওপেন হার্ট সার্জারি হয়। এরপর থেকে তিনি দেশে ও দেশের বাইরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সর্বশেষ সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার ভোর ৫টা ১০ মিনিটে মারা যান। 

জিমাম আসফিয়া হাশেম জানান, আবুল হাশেম খানের জানাজা ও দাফনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি পরিবারের পক্ষ থেকে পরবর্তীতে জানানো হবে। 

আবুল হাশেম খান মৃত্যুকালে স্ত্রী ও চার মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। 

উল্লেখ্য, সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু ২০২১ সালে মারা যাওয়ার পর কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল হাশেম খান নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। 

তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে এ আসনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করলেও পরাজিত হন। আবুল হাশেম খান কুমিল্লার বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। এ ছাড়া তিনি কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত