Ajker Patrika

চট্টগ্রামে রিহ্যাবের আবাসন মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে রিহ্যাবের আবাসন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা। ছবি: আজকের পত্রিকা
চট্টগ্রামে রিহ্যাবের আবাসন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা। ছবি: আজকের পত্রিকা

আবাসন খাতের অন্যতম বৃহৎ আয়োজন রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার ২০২৫ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে র‍্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউয়ে মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদত হোসেন। চার দিনব্যাপী এ মেলা চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। মেলায় ৬৩টি স্টল থাকছে, যেখানে রিয়েল এস্টেট প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি বিল্ডিং ম্যাটেরিয়ালস ও অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানগুলো অংশগ্রহণ করছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা ও দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন, চট্টগ্রামকে আরও উন্নত ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে বিভিন্ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। দেশের নাগরিকদের আবাসনের স্বপ্নপূরণে রিহ্যাব গুরুত্বপূর্ণ অবদান রাখছে। পাশাপাশি তিনি মেলার সফল আয়োজনের জন্য রিহ্যাবের প্রশংসা করেন।

স্বাগত বক্তব্যে রিহ্যাবের সহসভাপতি ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজি দেলোয়ার হোসেন বলেন, ‘এবারের মেলা আরও বেশি প্রাণবন্ত ও সফল হবে বলে আমাদের প্রত্যাশা। দেশে ও বিদেশে আবাসনশিল্পের সম্প্রসারণে রিহ্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রবাসী ক্রেতারা তাঁদের স্বপ্নের আবাসন খুঁজে পাচ্ছেন, যা বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়তা করছে।’

রিহ্যাবের সভাপতি মো. ওয়াহিদুজ্জামান বলেন, ‘সদস্য ও ক্রেতাদের মধ্যে সেতুবন্ধ তৈরিতে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে সঙ্গে মানুষের উন্নতমানের আবাসনের চাহিদা বাড়ছে। আমরা নাগরিকদের স্বপ্নপূরণে প্রতিশ্রুতিবদ্ধ।’

রিহ্যাবের সিনিয়র সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া বলেন, বর্তমানে একজন সাধারণ নাগরিকের জন্য হাউজিং লোন ছাড়া ফ্ল্যাট বা প্লট কেনা প্রায় অসম্ভব। সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত প্রচেষ্টা এই সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রিহ্যাবের সহসভাপতি-২ ও মেলা কমিটির (ন্যাশনাল) চেয়ারম্যান মোহাম্মদ আক্তার বিশ্বাস, সহসভাপতি (ফিন্যান্স) আব্দুর রাজ্জাক, চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান মোহাম্মদ মোরশেদুল হাসান হোসেনসহ রিহ্যাবের অন্যান্য পরিচালক ও নেতারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত