Ajker Patrika

কুমিল্লায় যুবলীগ নেতা হত্যা: জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি 
আপডেট : ১৩ জুন ২০২৩, ১৫: ৫৫
কুমিল্লায় যুবলীগ নেতা হত্যা: জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

কুমিল্লার তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামাল হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। 

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার জিয়ারকান্দি সেতুর উত্তর পাশে গৌরীপুর-হোমনা সড়কে এ কর্মসূচি পালিত হয়। এ সময় এলাকাবাসী যুবলীগ নেতা হত্যা মামলার আসামিদের ছবি সংবলিত ব্যানার-ফেস্টুন নিয়ে  সড়ক অবরোধ করে। 

মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তব্য দেন নিহত যুবলীগ নেতার স্ত্রী পপি আক্তার, নিহতের ছোট ভাই কামাল হোসেন, তিতাস উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির, বলরামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নুর নবী, সাতানী ইউপি চেয়ারম্যান সামছুল হক সরকার, আমির হোসেন, ফারুক হোসেন, মান্নান মুন্সি প্রমুখ। 

গত ৩০ এপ্রিল রাত ৮টার দিকে দাউদকান্দি উপজেলার গৌরীপুর পশ্চিম বাজারে যুবলীগ নেতা মো. জামাল হোসেনের (৪০) ভাড়া বাসার নিচে বোরকা পরিহিত তিন সন্ত্রাসীকে গুলি করে হত্যা করে। এ ঘটনার দুই দিন পর জামালের স্ত্রী পপি আক্তার বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখসহ আরও সাত-আটজনকে অজ্ঞাত আসামি করে দাউদকান্দি থানায় হত্যা মামলা করেন। এই মামলায় বর্তমানে ১০ জন কারাগারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত