খাগড়াছড়ি প্রতিনিধি
ফেসবুকে পরিচয়ের সূত্রে ধরে প্রেম। সেই প্রেমের টানে পাকিস্তানি যুবক আলীম উদ্দিন (২৮) এসেছেন খাগড়াছড়ি মাটিরাঙ্গায়। তিনি পাকিস্তানের লাহোরের বাসিন্দা এবং মৃত জেমীল উদ্দিনের ছেলে।
জানা যায়, প্রায় ৮ মাস আগে আলীম উদ্দিনের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) তার পরিচয় হয় তাহমিনা আক্তার বৃষ্টির। তিনি মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের বাসিন্দা আবুল হোসেনের মেয়ে এবং খাগড়াছড়ি কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
প্রেমের সম্পর্কের ইতি টানতে আলীম গত ১১ ডিসেম্বর পাকিস্তান থেকে চট্টগ্রামে আসেন। নগরীর বেস্ট ওয়েস্টার্ন হোটেলে আট দিন অবস্থান করার পর ১৯ ডিসেম্বর খাগড়াছড়ি পৌঁছান এবং বৃষ্টির সঙ্গে কোর্ট ম্যারেজ করেন। পরে আবার চট্টগ্রামে ফিরে যান।
২২ ডিসেম্বর বেলছড়ি এলাকায় পরিবারের উপস্থিতিতে পুনরায় তাদের বিয়ে সম্পন্ন হয় বলে জানান বৃষ্টির বাবা আবুল হোসেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় আলোচনা শুরু হয়।
আলীম উদ্দিন জানান, মেয়ের পাসপোর্ট-ভিসার কাজ সম্পন্ন হলে তাকে নিয়ে পাকিস্তানে ফিরে যাবেন। বৃষ্টির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার বাবা বিষয়টি এড়িয়ে যাওয়ায় কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বৃষ্টির বাবা আবুল হোসেন বলেন, ‘প্রথমে সম্পর্ক মেনে নিতে না চাইলেও পরে উভয়ই প্রাপ্ত বয়স্ক হওয়ায় এবং বিয়ে হয়ে যাওয়ায় আমরা মেনে নিয়েছি।’
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। রাষ্ট্রীয় বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
ফেসবুকে পরিচয়ের সূত্রে ধরে প্রেম। সেই প্রেমের টানে পাকিস্তানি যুবক আলীম উদ্দিন (২৮) এসেছেন খাগড়াছড়ি মাটিরাঙ্গায়। তিনি পাকিস্তানের লাহোরের বাসিন্দা এবং মৃত জেমীল উদ্দিনের ছেলে।
জানা যায়, প্রায় ৮ মাস আগে আলীম উদ্দিনের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) তার পরিচয় হয় তাহমিনা আক্তার বৃষ্টির। তিনি মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের বাসিন্দা আবুল হোসেনের মেয়ে এবং খাগড়াছড়ি কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
প্রেমের সম্পর্কের ইতি টানতে আলীম গত ১১ ডিসেম্বর পাকিস্তান থেকে চট্টগ্রামে আসেন। নগরীর বেস্ট ওয়েস্টার্ন হোটেলে আট দিন অবস্থান করার পর ১৯ ডিসেম্বর খাগড়াছড়ি পৌঁছান এবং বৃষ্টির সঙ্গে কোর্ট ম্যারেজ করেন। পরে আবার চট্টগ্রামে ফিরে যান।
২২ ডিসেম্বর বেলছড়ি এলাকায় পরিবারের উপস্থিতিতে পুনরায় তাদের বিয়ে সম্পন্ন হয় বলে জানান বৃষ্টির বাবা আবুল হোসেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় আলোচনা শুরু হয়।
আলীম উদ্দিন জানান, মেয়ের পাসপোর্ট-ভিসার কাজ সম্পন্ন হলে তাকে নিয়ে পাকিস্তানে ফিরে যাবেন। বৃষ্টির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার বাবা বিষয়টি এড়িয়ে যাওয়ায় কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বৃষ্টির বাবা আবুল হোসেন বলেন, ‘প্রথমে সম্পর্ক মেনে নিতে না চাইলেও পরে উভয়ই প্রাপ্ত বয়স্ক হওয়ায় এবং বিয়ে হয়ে যাওয়ায় আমরা মেনে নিয়েছি।’
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। রাষ্ট্রীয় বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
বগুড়ায় আজগর আলী পিয়াল নামের এক অটোরিকশাচালককে হত্যার মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এই মামলায় আরও একজনকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
৫ মিনিট আগেজ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তাঁর বিরুদ্ধে ৯০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং পাঁচটি ব্যাংক হিসাবে ৬ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে আনা হয়েছে।
১১ মিনিট আগেচকলেট ও বিস্কুটের প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি মো. ইউসুফ আলী পাটোয়ারীকে (৬৫) গ্রেপ্তার করেছে কদমতলী থানা-পুলিশ। গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোরে সবুজবাগের বাসাবো এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড
১৬ মিনিট আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়িতে হামলা করে এক এসএসসি পরীক্ষার্থীকে তুলে নেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার কামারদহ ইউনিয়নের ব্যাপারিপাড়ায় এ ঘটনা ঘটে। তবে অপহৃত ওই শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সঞ্চয় নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
১৯ মিনিট আগে