Ajker Patrika

তিতাসে ১২টি কিন্ডারগার্টেন বন্ধ, শিক্ষার্থীদের উপস্থিতিও কম 

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি 
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৩: ৪৮
তিতাসে ১২টি কিন্ডারগার্টেন বন্ধ, শিক্ষার্থীদের উপস্থিতিও কম 

দীর্ঘ ১৮ মাস শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পর গত ১২ সেপ্টেম্বর থেকে খুললেও খোলেনি তিতাসের ১২টি কিন্ডারগার্টেন স্কুল। শিক্ষক, শিক্ষার্থী ও অর্থসংকটের কারণে এসব প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে কিন্ডারগার্টেন স্কুল অ্যাসোসিয়েশন ও উপজেলা শিক্ষা অফিস। এ ছাড়া যেসব কিন্ডারগার্টেন স্কুল খোলা রয়েছে, তাতে শিক্ষার্থীর উপস্থিতি অর্ধেকেরও কম। শুধু তাই নয়, তিতাসে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৯২টি আর কিন্ডারগার্টেন ৮৮ টি, যার মধ্যে ১২ কিন্ডারগার্টেন বন্ধ হয়ে গেছে। 

বন্ধ হয়ে যাওয়া কিন্ডারগার্টেনগুলো হলো—সাতানী ইউনিয়নের বর্ণমালা কিন্ডারগার্টেন, তিতাস কিন্ডারগার্টেন ও মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন কিন্ডারগার্টেন; জগৎপুর ইউনিয়নের সাগরফেনা বিদ্যা নিকেতন কিন্ডারগার্টেন ও তিতাস মাল্টিমিডিয়া স্কুল; বলরামপুর ইউনিয়নের মুনলাইট প্রি-ক্যাডেট স্কুল; কড়িকান্দি ইউনিয়নের বাংলাদেশ মডেল একাডেমি ও বন্দরামপুর মডার্ন স্কুল; জিয়ারকান্দি ইউনিয়নের সিদিপ মডার্ন স্কুল; কলাকান্দি ইউনিয়নের জোহরা খাতুন কিন্ডারগার্টেন; মজিদপুর ইউনিয়নের শিবপুর সবুজছায়া প্রি-ক্যাডেট স্কুল এবং ভিটিকান্দি ইউনিয়নের রঘুনাথপুর আইডিয়াল স্কুল। 

দড়িকান্দি লতিফ নগর ক্যামব্রেরিয়ান স্কুলের পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, `দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার কারণে অনেক শিক্ষার্থী কর্মমুখী হয়ে গেছে। তাই আমাদের স্কুলে উপস্থিতি অর্ধেকেরও কমে নেমে এসেছে। আশা করি নতুন বছরে আগের মতোই শিক্ষার্থীর উপস্থিতি হবে।' 

বাংলাদেশ মডেল একাডেমির প্রধান মনিরুল ইসলাম বলেন, পারিবারিক কারণে স্কুলটি বন্ধ হয়েছে। আশা করি খুব শিগগির স্কুলটি চালু করার বিষয়ে সিদ্ধান্ত হবে। 

শিবপুর সবুজছায়া প্রি-ক্যাডেট স্কুলের প্রধান সাইফুল ইসলাম বলেন, `আমাদের কিছু ঝামেলা ছিল, তাই স্কুল বন্ধ রয়েছে। আলোচনা করা হচ্ছে নতুন বছরে চালু করব।' 

কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকেরা অন্য জায়গায় কর্মমুখী হয়ে পড়েছেন। ছেলে শিক্ষার্থীরাও বিভিন্ন কাজে লেগে গেছে। আবার অনেকে বিদেশে চলে গেছে। তাই শিক্ষক, শিক্ষার্থী ও অর্থসংকটের কারণে হয়তো ১২টি কিন্ডারগার্টেন স্কুল বন্ধ হয়ে গেছে। 

উপজেলা শিক্ষা কর্মকর্তা শরিফ রফিকুল ইসলাম বলেন, `যে ১২টি কিন্ডারগার্টেন স্কুল বন্ধ হয়ে গেছে, তা আমরা খুঁজে বের করেছি। প্রতিষ্ঠানের প্রধানেরা আমাদের অবহিত করেনি এবং তাঁদের ফোন করেও পাওয়া যাচ্ছে না। কী কারণে স্কুল বন্ধ করেছে তা-ও জানতে পারছি না।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

চলন্ত বাইকে বাঁধা নারীর লাশ, পুলিশের ধাওয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত