Ajker Patrika

কুতুবদিয়ায় বিকাশ থেকে তুলে নেওয়া ৪১ হাজার টাকা উদ্ধার করল পুলিশ 

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কুতুবদিয়ায় বিকাশ থেকে তুলে নেওয়া ৪১ হাজার টাকা উদ্ধার করল পুলিশ 

কক্সবাজারের কুতুবদিয়ায় বিকাশ নম্বর থেকে তুলে নেওয়া ৪১ হাজার টাকা উদ্ধার করে দিল পুলিশ। গত মাসে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মোবাইল সেট চুরি করে এক চোর এই টাকা হাতিয়ে নিয়েছিলেন। গতকাল বুধবার রাতে উদ্ধার করা টাকা ফেরত পান ওই শিক্ষা কর্মকর্তা।  

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিম শরীফ আজকের পত্রিকাকে বলেন, তিনি উপজেলায় নতুন যোগদান করে জেলা পরিষদের ডাকবাংলোতে গত ১১ এপ্রিল রাত্রি যাপন করেন। রাতে জানালা দিয়ে তাঁর মোবাইল ও মানিব্যাগ চুরি করে নিয়ে যায়। পরদিন তিনি বিকাশ করা রবি সিম তুলে দেখেন বিকাশে তাঁর অ্যাকাউন্টে রক্ষিত ৪১ হাজার ১৬০ টাকা নেই। মেসেজ দেখে তিনি কুতুবদিয়া থানায় একটি জিডি করেন। টাকা ফিরে পাওয়ায় তিনি পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

কুতুবদিয়া থানার এসআই জিয়া উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন সূত্র ও স্থানীয় জনপ্রতিনিধির সহায়তায় পলাতক একজন পেশাদার চোরের কাছ থেকে বিকাশ থেকে তুলে নেওয়া টাকা উদ্ধার করে প্রাপককে ফেরত দেওয়া হয়েছে। 
তিনি আরও বলেন, কৈয়ারবিল ঘিলাছড়ি গ্রামের মোহাম্মদ আরফাত নামের পেশাদার চোর এই চক্রের মূল হোতা। সে অধিকাংশ সময় চট্টগ্রামে অবস্থান করায় তাকে ধরা যাচ্ছে না। তবে তার অবস্থান সনাক্ত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত