Ajker Patrika

দুই বছরের শিশুর পেটে আরেকটি ভ্রূণ, চমেকে সফল অস্ত্রোপচার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৮ জুলাই ২০২১, ১৪: ৪৩
দুই বছরের শিশুর পেটে আরেকটি ভ্রূণ, চমেকে সফল অস্ত্রোপচার

জন্মের পর থেকেই পেট ফোলা ছিল শিশুটির। এক্স-রে করানো হলে দেখা যায়, দুই বছর দুই মাস বয়সী শিশুর পেটে আরেকটি ভ্রূণের অবয়ব। গতকাল বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) শিশু সার্জারি বিভাগে সফল অপারেশন হয় শিশুটির।

শিশুটির বাবা মো. জুনাইদ হোসাইন রিকশাচালক। বাড়ি সিলেটের হবিগঞ্জে। জুনাইদ আজকের পত্রিকাকে জানান, ২০১৯ সালের এপ্রিলে তাঁর সন্তান মুরসালিনের জন্ম হয়। জন্মের পর থেকেই পেট ফোলা ছিল। যতই দিন যাচ্ছিল পেট বড় হচ্ছিল। মাঝেমধ্যে পেটে ব্যথা অনুভব করত। ব্যথা বেড়ে যাওয়ায় গত ২৯ মে চমেকে নিয়ে আসা হয় তাকে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়। চিকিৎসকেরা প্রথমে জানান, শিশুটির পেটে বড় আকারের টিউমার আছে। কিন্তু পরে দেখা যায় পেটে অদ্ভুত মাংসপিণ্ড।

চিকিৎসকেরা জানান, এ ধরনের রোগী বাংলাদেশে বিরল। চমেকের যে শিশু সার্জারি ওয়ার্ডে অস্ত্রোপচার করা হয়, সেখানে চার বছরের মধ্যে এটিসহ মাত্র দুটি শিশু পেয়েছেন তাঁরা। মায়ের গর্ভে থাকা অবস্থায়ই অন্য একটি ভ্রূণ তার পেটে ঢুকে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এটিকে বলা হয়, ‘ফেটাস ইন ফেটু। বাংলায় বলা যায় ‘ভ্রূণের ভেতর ভ্রূণ’। শিশুটির অস্ত্রোপচার করেছেন চমেকের শিশু সার্জারি বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. মো. আব্দুল্লাহ আল ফারুক, সহযোগী অধ্যাপক ডা. রাজীব খাস্তগির ও সহকারী অধ্যাপক ডা. এম এ মুশফিকুর রহমান।

গতকাল অপারেশন শেষে শিশুটির পেট থেকে প্রায় দুই কেজি ওজনের একটি টিউমার আকৃতির মাংসপিণ্ড বের করা হয়। দেখতে অনেকটা শিশুর মতো। কিছু অঙ্গ স্পষ্ট বোঝা যায়, কিছু অস্পষ্ট।

ওয়ার্ডের একজন সেবিকার অপারেশন থিয়েটার থেকে মোবাইলে ধারণকৃত ভ্রূণটির ছবিতে দেখা যায়, অসম মাথায় কিছু কালো চুল, আঙুল এবং কিছু নাড়িভুঁড়ি।

ডা. মো. আব্দুল্লাহ আল ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘করোনার মহামারির সময়ে এ রকম একটি জটিল অপারেশনের ব্যবস্থা করে দিয়েছেন চমেকের পরিচালক। তাঁর প্রচেষ্টায় আমরা সফল অপারেশনটি করতে সক্ষম হয়েছি।’

তিনি আরও বলেন, ‘শিশুটির মায়ের পেটে দুটি ভ্রূণ একসঙ্গে ছিল। পেটে থাকা অবস্থায়ই একটি ভ্রূণ আরেকটির পেটে ঢুকে যায়। ফলে একটি শিশু স্বাভাবিকভাবে ভূমিষ্ঠ হয়, আর তার পেটে আরেকটি ভ্রূণ রয়ে যায়। শিশুটি বর্তমানে শঙ্কামুক্ত। আশা করছি, এক সপ্তাহের মধ্যে শিশুটি বাড়ি ফিরতে পারবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত