চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
অপরিচ্ছন্ন পরিবেশ খাবার পরিবেশন, খাবারে তেলাপোকা, নিম্নমানসহ ১২টি অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একটি ক্যানটিনে তালা দিয়েছে শাখা ছাত্রলীগ। এ সময় তারা হল প্রশাসনের প্রতি সাত দফা দাবি পেশ করে।
আজ রোববার সকাল দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের আলাওল ও এফ রহমান হলের ক্যানটিনে তালা ঝুলিয়ে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে দুই হলের প্রভোস্টের উপস্থিতিতে এক ঘণ্টা পর তালা খুলে দেওয়া হয়।
ছাত্রলীগের নেতাকর্মীরা জানান, ক্যানটিনের খাবারে প্রায়ই পোকামাকড় পাওয়া যায়। পঁচা বাসি খাবার পরিবেশন করা হয়। খাবার ঢেকে রাখা হয় না, মাছি ভন ভন করে। শাক-সবজিতে বালু পাওয়া যায়। খাবারের মান খুব খারাপ। যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা হয়।
দাবিগুলো হলো খাবারের মান ঠিক রাখা, ময়লা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলা, থালাবাসন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, খাবারের দাম দুই হল কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয় করে নির্ধারণ করা, পঁচা বাসি খাবার না দেওয়া, ফিল্টারের মাধ্যমে খাবার পানি বিশুদ্ধ করা ও খাবার ঢেকে রাখা।
এফ রহমান হলের আবাসিক ছাত্র ও শাখা ছাত্রলীগের সহ-সভাপতি এনামুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘আলাওল ও এফ রহমান হলের জন্য একটি ক্যানটিন রয়েছে। এই ক্যানটিনের খাবারের মান খুব খারাপ। প্রায়ই খাবারে পোকা পাওয়া যায়। ক্যানটিনের পরিবেশ অপরিচ্ছন্ন। এসব দাবিতে আমরা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে হলের ক্যানটিনে তালা দিয়েছি।
জানতে চাইলে এফ রহমান হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট মোয়াজ্জেম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ক্যানটিনে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশন, খাবারে পোকা পাওয়াসহ কয়েকটি অভিযোগে শিক্ষার্থীরা ক্যানটিনে তালা দিয়েছিল। আমরা ক্যানটিন মালিকের সঙ্গে কথা বলে তালা খুলে দিয়েছি। ক্যানটিন মালিককে আমরা সতর্ক করেছি। পরবর্তীতে এ ধরনের অভিযোগ আসলে আমরা ক্যানটিন বরাদ্দ বাতিল করব।
অপরিচ্ছন্ন পরিবেশ খাবার পরিবেশন, খাবারে তেলাপোকা, নিম্নমানসহ ১২টি অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একটি ক্যানটিনে তালা দিয়েছে শাখা ছাত্রলীগ। এ সময় তারা হল প্রশাসনের প্রতি সাত দফা দাবি পেশ করে।
আজ রোববার সকাল দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের আলাওল ও এফ রহমান হলের ক্যানটিনে তালা ঝুলিয়ে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে দুই হলের প্রভোস্টের উপস্থিতিতে এক ঘণ্টা পর তালা খুলে দেওয়া হয়।
ছাত্রলীগের নেতাকর্মীরা জানান, ক্যানটিনের খাবারে প্রায়ই পোকামাকড় পাওয়া যায়। পঁচা বাসি খাবার পরিবেশন করা হয়। খাবার ঢেকে রাখা হয় না, মাছি ভন ভন করে। শাক-সবজিতে বালু পাওয়া যায়। খাবারের মান খুব খারাপ। যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা হয়।
দাবিগুলো হলো খাবারের মান ঠিক রাখা, ময়লা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলা, থালাবাসন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, খাবারের দাম দুই হল কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয় করে নির্ধারণ করা, পঁচা বাসি খাবার না দেওয়া, ফিল্টারের মাধ্যমে খাবার পানি বিশুদ্ধ করা ও খাবার ঢেকে রাখা।
এফ রহমান হলের আবাসিক ছাত্র ও শাখা ছাত্রলীগের সহ-সভাপতি এনামুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘আলাওল ও এফ রহমান হলের জন্য একটি ক্যানটিন রয়েছে। এই ক্যানটিনের খাবারের মান খুব খারাপ। প্রায়ই খাবারে পোকা পাওয়া যায়। ক্যানটিনের পরিবেশ অপরিচ্ছন্ন। এসব দাবিতে আমরা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে হলের ক্যানটিনে তালা দিয়েছি।
জানতে চাইলে এফ রহমান হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট মোয়াজ্জেম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ক্যানটিনে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশন, খাবারে পোকা পাওয়াসহ কয়েকটি অভিযোগে শিক্ষার্থীরা ক্যানটিনে তালা দিয়েছিল। আমরা ক্যানটিন মালিকের সঙ্গে কথা বলে তালা খুলে দিয়েছি। ক্যানটিন মালিককে আমরা সতর্ক করেছি। পরবর্তীতে এ ধরনের অভিযোগ আসলে আমরা ক্যানটিন বরাদ্দ বাতিল করব।
রাজধানীর মগবাজারের দিলু রোড এলাকায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ সোমবার (১১ আগস্ট) শিশুর নানা বাদী হয়ে থানায় মামলা করেছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৬ মিনিট আগেমাদকের সংঘাতে ফের অস্থির হয়ে উঠেছে মোহাম্মদপুরে আটকে পড়া পাকিস্তানিদের আবাসস্থল জেনিভা ক্যাম্প। মাদকের ব্যবসা দখলকে কেন্দ্র করে জেনেভা ক্যাম্পে শীর্ষ মাদক ব্যবসায়ীদের মধ্যে টানা পাঁচ দিন ধরে ভয়াবহ সংঘর্ষ চলছে। একের পর এক ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা।
৮ মিনিট আগেফরিদপুরে যৌতুক না পেয়ে স্ত্রীকে নির্যাতনের পর পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে এ রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন নিহতের স্বজনেরা। আজ সোমবার দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন
২২ মিনিট আগেরাজধানীর গুলিস্তান কাপ্তানবাজার এলাকায় বাসচাপায় অজ্ঞাতনামা (৪০) এক নারী নিহত হয়েছেন। আজ সোমবার (১১ আগস্ট) দুপুর ১২টার দিকে কাপ্তানবাজার মুরগিপট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২৭ মিনিট আগে