প্রতিনিধি
চট্টগ্রাম: চট্টগ্রাম চিড়িয়াখানার দুই বাঘিনী পরী ও জয়া। পরীর বুক-জুড়ে এসেছে তিন ব্যাঘ্র শাবক। জয়ার ঘরে দুটি শাবক এলেও খালি হয়েছে বুক। জন্ম নিলেও পৃথিবীর বাতাসে দম নিয়েছে অল্প কিছুক্ষণ। গত বৃহস্পতিবার (৬ মে) পরীর গর্ভের তিন শাবক ও শুক্রবার (৭ মে) জয়ার গর্ভের দুই শাবক ভূমিষ্ঠ হয়। তবে চিড়িয়াখানা কর্তৃপক্ষ সোমবার (১০ মে) বিষয়টি গণমাধ্যমকে জানায়।
সোমবার রাতে চট্টগ্রাম চিড়িয়াখানার ভারপ্রাপ্ত কিউরেটর শাহাদাত হোসেন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পরী গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর দেড়টার মধ্যে তিনটি শাবকের জন্ম দেয়। শাবকগুলো সুস্থ আছে। এদের ওজন ৯০০ গ্রাম থেকে এক কেজি।
তিনি আরও বলেন, পরীর ঘরে আলো ফুটলেও ‘জয়ার’ দুটি শাবকই মারা গেছে। জন্মের পর দুধ না পাওয়ায় পরদিন এদের মৃত্যু হয়। এ সময়টাতে বাঘিনী খুব আক্রমণাত্মক থাকে। তাই আমরা কাছেও যেতে পারিনি যে বাচ্চাগুলোকে আলাদা করে নিয়ে দুধ দিব। মারা যাওয়া এই দুই শাবকের একটি সাদা বাঘ ছিল।'
নতুন তিনটি শাবকসহ চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘের সংখ্যা বেড়ে দাঁড়ালো নয়।
এর আগে ২০২০ সালের ১৪ নভেম্বর বাঘিনী জয়ার ঘরে জন্ম নেয় তিন শাবক। এদের মধ্যে দুটি শাবক মারা গেলেও মুমূর্ষু তৃতীয় শাবকটি কিউরেটর শাহাদাত হোসেনের সেবা-যত্নে প্রাণ ফিরে পায়। শাবকটির নাম জো বাইডেন। গত ২১ এপ্রিল এটিকে খাঁচায় ছেড়ে দেওয়া হয়।
এর আগে ২০১৬ সালের ৯ ডিসেম্বর ৩৩ লাখ টাকায় কেনা ১১ মাস বয়সী রাজ এবং ৯ মাস বয়সী পরীকে দক্ষিণ আফ্রিকা থেকে চট্টগ্রাম চিড়িয়াখানায় আনা হয়। ২০১৮ সালের ১৯ জুলাই রাজ-পরি যুগলের তিনটি ছানার জন্ম হয়, যার মধ্যে দুটি ছিল হোয়াইট টাইগার, অন্যটি কমলা-কালো ডোরাকাটা। পরদিন একটি হোয়াইট টাইগার মারা যায়। অন্য সাদা বাঘিনীটির নাম রাখা হয় শুভ্রা। কমলা-কালো বাঘিনীটির নাম দেয়া হয় জয়া। শুভ্রা বাংলাদেশের প্রথম সাদা বাঘ।
চট্টগ্রাম: চট্টগ্রাম চিড়িয়াখানার দুই বাঘিনী পরী ও জয়া। পরীর বুক-জুড়ে এসেছে তিন ব্যাঘ্র শাবক। জয়ার ঘরে দুটি শাবক এলেও খালি হয়েছে বুক। জন্ম নিলেও পৃথিবীর বাতাসে দম নিয়েছে অল্প কিছুক্ষণ। গত বৃহস্পতিবার (৬ মে) পরীর গর্ভের তিন শাবক ও শুক্রবার (৭ মে) জয়ার গর্ভের দুই শাবক ভূমিষ্ঠ হয়। তবে চিড়িয়াখানা কর্তৃপক্ষ সোমবার (১০ মে) বিষয়টি গণমাধ্যমকে জানায়।
সোমবার রাতে চট্টগ্রাম চিড়িয়াখানার ভারপ্রাপ্ত কিউরেটর শাহাদাত হোসেন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পরী গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর দেড়টার মধ্যে তিনটি শাবকের জন্ম দেয়। শাবকগুলো সুস্থ আছে। এদের ওজন ৯০০ গ্রাম থেকে এক কেজি।
তিনি আরও বলেন, পরীর ঘরে আলো ফুটলেও ‘জয়ার’ দুটি শাবকই মারা গেছে। জন্মের পর দুধ না পাওয়ায় পরদিন এদের মৃত্যু হয়। এ সময়টাতে বাঘিনী খুব আক্রমণাত্মক থাকে। তাই আমরা কাছেও যেতে পারিনি যে বাচ্চাগুলোকে আলাদা করে নিয়ে দুধ দিব। মারা যাওয়া এই দুই শাবকের একটি সাদা বাঘ ছিল।'
নতুন তিনটি শাবকসহ চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘের সংখ্যা বেড়ে দাঁড়ালো নয়।
এর আগে ২০২০ সালের ১৪ নভেম্বর বাঘিনী জয়ার ঘরে জন্ম নেয় তিন শাবক। এদের মধ্যে দুটি শাবক মারা গেলেও মুমূর্ষু তৃতীয় শাবকটি কিউরেটর শাহাদাত হোসেনের সেবা-যত্নে প্রাণ ফিরে পায়। শাবকটির নাম জো বাইডেন। গত ২১ এপ্রিল এটিকে খাঁচায় ছেড়ে দেওয়া হয়।
এর আগে ২০১৬ সালের ৯ ডিসেম্বর ৩৩ লাখ টাকায় কেনা ১১ মাস বয়সী রাজ এবং ৯ মাস বয়সী পরীকে দক্ষিণ আফ্রিকা থেকে চট্টগ্রাম চিড়িয়াখানায় আনা হয়। ২০১৮ সালের ১৯ জুলাই রাজ-পরি যুগলের তিনটি ছানার জন্ম হয়, যার মধ্যে দুটি ছিল হোয়াইট টাইগার, অন্যটি কমলা-কালো ডোরাকাটা। পরদিন একটি হোয়াইট টাইগার মারা যায়। অন্য সাদা বাঘিনীটির নাম রাখা হয় শুভ্রা। কমলা-কালো বাঘিনীটির নাম দেয়া হয় জয়া। শুভ্রা বাংলাদেশের প্রথম সাদা বাঘ।
নারায়ণগঞ্জে দুই সপ্তাহের ব্যবধানে জেলা বিএনপির আওতাধীন আট নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এসব আদেশের পেছনে রয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, খুন ও চাঁদাবাজির অভিযোগ। কিন্তু এভাবে একের পর এক বহিষ্কার করেও বিএনপির নেতা-কর্মীদের লাগাম টেনে ধরা যাচ্ছে না। উল্টো তাঁরা নতুন নতুন অভিযোগে প্রশ্নবিদ্ধ...
২ ঘণ্টা আগে২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে গত এক বছরে বগুড়ায় একের পর এক উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলেও জেলা পুলিশের সদস্যরা কোথাও লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল বা রাবার বুলেট চালানোর মতো বলপ্রয়োগ করেনি। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ৩৭ লাখ জনসংখ্যার এই জেলায় নানা ধরনের অপরাধ সংঘটিত হলেও গত বছরের ৫ আগস্টের পর...
৪ ঘণ্টা আগেফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরেরা উদ্দেশ্যমূলকভাবে বিচার বিভাগকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ফোরামের সভাপতি জয়নুল আবেদীন।
৪ ঘণ্টা আগেঅ্যানিমেল হাজবেন্ড্রি ও ডক্টর অব ভেটিরিনারি মেডিসিন উভয় ডিসিপ্লিনের সমন্বয়ে কম্বাইন্ড ডিগ্রি প্রদানের দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ দাবিতে অ্যানিমেল হাজবেন্ড্রি বিভাগের শিক্ষার্থীরা এ
৫ ঘণ্টা আগে