Ajker Patrika

প্রসূতির মৃত্যুতে হাসপাতালে ভাঙচুর

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
প্রসূতির মৃত্যুতে হাসপাতালে ভাঙচুর

কুমিল্লার দাউদকান্দিতে একজন প্রসূতি নারীর মৃত্যুর ঘটনায় ব্যক্তি মালিকানাধীন ভিক্টোরিয়া হাসপাতালে ভাঙচুরের খবর পাওয়া গেছে। আজ শুক্রবার সকালে গৌরীপুর বাজারের ভিক্টোরিয়া হাসপাতালে এ ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় ৪ / ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে জানিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ। 

সরেজমিনে জানা যায়, চান্দিনা উপজেলার আটচাইল গ্রামের আক্তার হোসেনের স্ত্রী লাকি আক্তারকে (৩৩) গতকাল বৃহস্পতিবার ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ডা. সিফাত হোসেন রত্না তাঁকে সিজারের মাধ্যমে একটি কন্যা সন্তান প্রসব করান। নবজাতক সুস্থ থাকলেও লাকি আক্তারের অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়। ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৪টার দিকে লাকি আক্তারের মৃত্যু হয়। 

মৃত লাকি আক্তারের স্বামী আক্তার হোসেন জানান, 'আমার স্ত্রীর জরায়ু কেটে ফেলার কারণে অত্যধিক রক্তক্ষরণ শুরু হয়। পরে ঢাকায় নেওয়া হলে একটি প্রাইভেট হাসপাতালে তাঁর মৃত্যু হয়। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।'

সিজার করা ডা. সিফাত হোসেন রত্নাকে হাসপাতালে গিয়ে পাওয়া যায়নি। ফোনে বারবার চেষ্টা করেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। 

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শহীদুল ইসলাম জানান, আজ একটি মেডিকেল টিম ভিক্টোরিয়া হাসপাতাল পরিদর্শন করেছে। তদন্ত টিমের লিখিত রিপোর্ট পেলে পুরো বিষয়টি বলতে পারব। 

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

চলন্ত বাইকে বাঁধা নারীর লাশ, পুলিশের ধাওয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত