Ajker Patrika

রামুতে ট্রেনে কাটা পড়ে ২ তরুণ নিহত

কক্সবাজার প্রতিনিধি
=নিহত মোহাম্মদ ওয়াহিদ ও মোহাম্মদ হোসেন। ছবি: সংগৃহীত
=নিহত মোহাম্মদ ওয়াহিদ ও মোহাম্মদ হোসেন। ছবি: সংগৃহীত

কক্সবাজারের রামুতে ট্রেনে কাটা পড়ে দুই তরুণ নিহত হয়েছেন। তাঁরা মোটরসাইকেলে রেললাইন পার হচ্ছিলেন। আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উপজেলার রশিদনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তরুণেরা হলেন—রশিদনগর ২ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ হোসেনের ছেলে মোহাম্মদ ওয়াহিদ (২৫), আব্দুল মজিদের ছেলে মোহাম্মদ হোসেন (১৯)।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, ওয়াহিদ ও মোহাম্মদ হোসেন ঈদগাঁও বাজার থেকে প্রয়োজনীয় পণ্যসামগ্রী কিনে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। রেললাইন পার হতে গিয়ে মোটরসাইকেলটি ট্রেনে নিচে পড়ে। ঘটনাস্থলে মারা যায় তারা। এ বিষয়ে রেলপুলিশ ব্যবস্থা নিচ্ছে।

এদিকে স্থানীয়রা অভিযোগ করেন, রেলক্রসিংয়ে গেট ও দায়িত্বপ্রাপ্ত ওয়াচম্যান নেই। এতে প্রায় ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা—‘প্রস্তুত হ রাজাকার’

৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, অর্থ ফেরতের নির্দেশ

গণশুনানিতে দুদক চেয়ারম্যানের প্রতি ক্ষোভ দেখালেন মৎস্যচাষি

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত