চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রেজিস্ট্রার পদে কর্মকর্তাদের মধ্য থেকে কাউকে পূর্ণকালীন নিয়োগ দিতে আন্দোলন করবেন তাঁরা। বছরের প্রথম দিন রেজিস্ট্রার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনের মাধ্যমে আন্দোলন শুরু করা হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বেঁধে দেওয়া সময়ের মধ্যে দাবি পূরণ না হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি।
আজ শনিবার দুপুরে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির একাধিক নেতা।
এর আগে গত ১৮ ডিসেম্বর পূর্ণকালীন রেজিস্ট্রারের দাবিতে উপাচার্যকে চিঠি দেয় অফিসার সমিতি। চিঠিতে দাবি আদায়ে চার দিনের সময় বেঁধে দেওয়া হয়েছিল।
চিঠিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক বিভিন্ন সময়ে ইস্যুকৃতপত্রে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে রেজিস্ট্রারসহ গুরুত্বপূর্ণ পদে নিয়োগের পরিবর্তে বিশ্ববিদ্যালয়ের দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন অভ্যন্তরীণ কর্মকর্তাকে বিধি মোতাবেক পূর্ণকালীন নিয়োগ প্রদানের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। ২০২২ সালের ২১ মার্চ অনুষ্ঠিত অফিসার সমিতি কার্যকরী পরিষদের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী একই বছর ২৮ জুন এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পত্র দেওয়া হলেও আজ পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি কর্তৃক বিভিন্ন সময়ে স্মারকলিপির মাধ্যমে পেশকৃত দাবির মধ্যে বিষয়টি উল্লেখ ছিল।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, বর্তমান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বিশ্ববিদ্যালয়ের অফিসারদের প্রতি আন্তরিক নন। সমিতির নেতৃবৃন্দ বিভিন্ন সময়ে দাবি-দাওয়ার বিষয়ে আলোচনা করতে গেলে তিনি কোনো ধরনের সহযোগিতার মনোভাব না দেখিয়ে উপাচার্যের সঙ্গে আলোচনা করতে বলেন। নিয়মানুযায়ী রেজিস্ট্রার হল একটি বিশ্ববিদ্যালয়ের সার্বক্ষণিক দায়িত্বশীল ব্যক্তি। তাঁর আচরণে দায়িত্বশীলতার কোনো চিহ্ন না থাকায় সমিতির নেতৃবৃন্দ হতাশ। এমন পরিস্থিতিতে গত ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২২ ডিসেম্বর তারিখে অফিস সময়ের মধ্যে অভিজ্ঞতা সম্পন্ন অভ্যন্তরীণ কর্মকর্তাকে (নন টিচিং পদে কর্মরত) পূর্ণকালীন রেজিস্ট্রার নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়।
এ বিষয়ে চবি অফিসার সমিতির সভাপতি রশীদুল হায়দার জাবেদে আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন রেজিস্ট্রার নিয়োগ দিতে ইউজিসি কয়েক দফা চিঠি দিয়েছে। আমরাও বারবার বলে আসছি রেজিস্ট্রার পদে অফিসারদের মধ্য থেকে কাউকে নিয়োগ দিতে। সর্বশেষ ২২ ডিসেম্বরের মধ্যে পূর্ণকালীন রেজিস্ট্রার নিয়োগ দিতে গত ১৮ ডিসেম্বর উপাচার্যকে চিঠি দিয়েছি। কিন্তু আমাদের দাবি না মানায় ১ জানুয়ারি থেকে আমরা আন্দোলনে নামব।’
এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারকে একাধিকবার কল করলেও তাঁকে পাওয়া যায়নি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রেজিস্ট্রার পদে কর্মকর্তাদের মধ্য থেকে কাউকে পূর্ণকালীন নিয়োগ দিতে আন্দোলন করবেন তাঁরা। বছরের প্রথম দিন রেজিস্ট্রার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনের মাধ্যমে আন্দোলন শুরু করা হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বেঁধে দেওয়া সময়ের মধ্যে দাবি পূরণ না হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি।
আজ শনিবার দুপুরে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির একাধিক নেতা।
এর আগে গত ১৮ ডিসেম্বর পূর্ণকালীন রেজিস্ট্রারের দাবিতে উপাচার্যকে চিঠি দেয় অফিসার সমিতি। চিঠিতে দাবি আদায়ে চার দিনের সময় বেঁধে দেওয়া হয়েছিল।
চিঠিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক বিভিন্ন সময়ে ইস্যুকৃতপত্রে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে রেজিস্ট্রারসহ গুরুত্বপূর্ণ পদে নিয়োগের পরিবর্তে বিশ্ববিদ্যালয়ের দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন অভ্যন্তরীণ কর্মকর্তাকে বিধি মোতাবেক পূর্ণকালীন নিয়োগ প্রদানের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। ২০২২ সালের ২১ মার্চ অনুষ্ঠিত অফিসার সমিতি কার্যকরী পরিষদের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী একই বছর ২৮ জুন এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পত্র দেওয়া হলেও আজ পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি কর্তৃক বিভিন্ন সময়ে স্মারকলিপির মাধ্যমে পেশকৃত দাবির মধ্যে বিষয়টি উল্লেখ ছিল।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, বর্তমান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বিশ্ববিদ্যালয়ের অফিসারদের প্রতি আন্তরিক নন। সমিতির নেতৃবৃন্দ বিভিন্ন সময়ে দাবি-দাওয়ার বিষয়ে আলোচনা করতে গেলে তিনি কোনো ধরনের সহযোগিতার মনোভাব না দেখিয়ে উপাচার্যের সঙ্গে আলোচনা করতে বলেন। নিয়মানুযায়ী রেজিস্ট্রার হল একটি বিশ্ববিদ্যালয়ের সার্বক্ষণিক দায়িত্বশীল ব্যক্তি। তাঁর আচরণে দায়িত্বশীলতার কোনো চিহ্ন না থাকায় সমিতির নেতৃবৃন্দ হতাশ। এমন পরিস্থিতিতে গত ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২২ ডিসেম্বর তারিখে অফিস সময়ের মধ্যে অভিজ্ঞতা সম্পন্ন অভ্যন্তরীণ কর্মকর্তাকে (নন টিচিং পদে কর্মরত) পূর্ণকালীন রেজিস্ট্রার নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়।
এ বিষয়ে চবি অফিসার সমিতির সভাপতি রশীদুল হায়দার জাবেদে আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন রেজিস্ট্রার নিয়োগ দিতে ইউজিসি কয়েক দফা চিঠি দিয়েছে। আমরাও বারবার বলে আসছি রেজিস্ট্রার পদে অফিসারদের মধ্য থেকে কাউকে নিয়োগ দিতে। সর্বশেষ ২২ ডিসেম্বরের মধ্যে পূর্ণকালীন রেজিস্ট্রার নিয়োগ দিতে গত ১৮ ডিসেম্বর উপাচার্যকে চিঠি দিয়েছি। কিন্তু আমাদের দাবি না মানায় ১ জানুয়ারি থেকে আমরা আন্দোলনে নামব।’
এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারকে একাধিকবার কল করলেও তাঁকে পাওয়া যায়নি।
পঞ্চগড়ে ছাত্রদল কর্মী জাবেদ উমর জয় হত্যার মামলার প্রধান আসামি আলামিন ও তার ভাই আকাশকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত গত শুক্রবার তাদের চট্টগ্রামের গোয়ালপাড়া এলাকা থেকে আটক করা হয়। পরে গতকাল শনিবার রাত ৮টার দিকে চট্টগ্রাম থেকে পঞ্চগড়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় তাদের।
১১ মিনিট আগেগাজীপুর মহানগরীর হায়দারাবাদ এলাকায় ঝুটের গুদামে লাগা আগুন ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের সাড়ে তিন ঘণ্টার চেষ্টার পর ভোর তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে চারটি গুদাম ও গুদামের ভেতরে থাকা বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে।
২২ মিনিট আগেনাটোরে মাদকাসক্তি নিয়ে পারিবারিক কলহের জেরে বাবা শহিদুল ইসলামের হাতে ছেলে শরিফুল ইসলামের (৩০) মৃত্যু হয়েছে। বাবা ধারালো অস্ত্র দিয়ে ছেলের ঘাড়ে আঘাত করলে তিনি মারা যান। ঘটনার পর থেকে বাবা শহিদুল ইসলাম পলাতক রয়েছে।
৪১ মিনিট আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে জামায়াত নেতার গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকাল সাতটার দিকে উপজেলার নাকাই ইউনিয়নের শীতলগ্রামের বাগুরার বিলের ধারে তাঁর লাশ দেখতে পান স্থানীয় লোকজন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
১ ঘণ্টা আগে