Ajker Patrika

হিজড়ার ২ লাখ টাকা চুরি, কথিত প্রেমিক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
হিজড়ার ২ লাখ টাকা চুরি, কথিত প্রেমিক গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের মতিঝর্ণা এলাকায় শাহীনুর নামের এক হিজড়ার ২ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার তার নিজ বাসায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় তার কথিত প্রেমিক মো. বুলবুল প্রকাশ সুমন (৩৪) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

জানা যায়, চট্টগ্রাম নগরের মতিঝর্ণা এলাকার বাটালি হিলের থাকেন হিজড়া শাহীনুর। গত মঙ্গলবার সকালে বাজার করে ফেরার পর তাঁর বাসার দরজা খোলা দেখেন। ঘরের ভেতরে আসবাব ও জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখেন। দীর্ঘদিনের জমানো ২ লাখ টাকা রাখা ছিল একটি ট্রাঙ্কে। সেটির দিকে ছুটে যেতেই দেখেন তালা ভাঙা। ভেতরে থাকা টাকার একটি টাকাও সেখানে নেই। এ নিয়ে খুলশী থানায় একটি মামলা করেন তিনি। এরপর অভিযানে নামে পুলিশ। তদন্ত করে পুলিশ জানতে পারে এই ঘটনা ঘটিয়েছে মো. বুলবুল প্রকাশ সুমন (৩৪) তার কথিত এক প্রেমিক। 

দুই লাখ টাকা একটি ব্যাগে নিয়ে শহর ছাড়ার পরিকল্পনা করছিল বুলবুল। তবে তার আগেই মঙ্গলবার রাতে পুলিশের হাতে ধরা পড়েন তিনি। পুলিশ জানিয়েছে বুলবুল রাজশাহীর বাগমারা থানার হাট দামনাশ এলাকার মো. মকছেদ আলীর ছেলে। গত চার বছর ধরে ওয়ার্লেস এলাকার এক নারীকে বিয়ে করে সেখানেই থাকেন। তবে ২০১২ সাল থেকে হিজড়ে শাহীনুরের সঙ্গে সম্পর্ক ছিল তার। 

মামলার তদন্ত কর্মকর্তা খুলশী থানার উপপরিদর্শক খাজা এনাম এলাহী আজকের পত্রিকাকে বলেন, বর্তমান স্ত্রীকে বিয়ে করার শাহীনুরের সঙ্গে যোগযোগ বন্ধ হয়ে গিয়েছিল। তবে বেশ কয়েক মাস আগে তাঁদের দুজনের আবার যোগযোগ হয়। বুলবুল গত ১২ সেপ্টেম্বর স্ত্রীকে কাজে যাওয়ার কথা বলে শাহীনুরের বাসায় গিয়ে থাকা শুরু করেন। এই সুযোগে তিনি তাঁর কাছে থাকা ২ লাখ টাকার কথা জানতে পারেন। পরে লোভের বশে সেগুলো চুরি করে পালিয়ে যান। পরে খুলশী থানা–পুলিশের বিশেষ অভিযানে সেগুনবাগিচা এলাকা থেকে গ্রেপ্তার হয় তাঁকে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত