নিজস্ব প্রতিবেদক, টেকনাফ থেকে
ঘূর্ণিঝড় মোখার প্রভাব এখনো শেষ হয়নি। উপকূলজুড়ে চলছে এর তাণ্ডব। সেন্ট মার্টিন দ্বীপ এলাকা অতিক্রম করার সময় দ্বীপের প্রায় ৮০ শতাংশ ঘরবাড়ি লন্ডভন্ড হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। যে ঘরগুলো ঝড়ে ভেঙে গেছে, সেগুলো স্থানীয়দের আবাসস্থল ছিল। তবে হোটেল, মোটেল ও রিসোর্টগুলোর তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
সর্বশেষ আবহাওয়া দপ্তরের তথ্যে জানা গেছে, ঝড়টি ১২১ কিলোমিটার গতিবেগে সেন্ট মার্টিন অতিক্রম করেছে। আর ১১৫ কিলোমিটার গতিতে অতিক্রম করেছে টেকনাফ উপকূল।
স্থানীয়রা জানিয়েছেন, ঝড়ের সময় বাতাসের গতিবেগ ছিল বেশি। তবে বড় ধরনের কোনো জলোচ্ছ্বাস হয়নি। এখনো সাগর উত্তাল রয়েছে এবং বাতাস ও বৃষ্টি হচ্ছে। তবে এখানকার প্রায় ৮০ শতাংশ আবাস্থল ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে অধিদপ্তরে বলেছে, বেলা ২টা ২০ মিনিটে ঘূর্ণিঝড় মোখার কেন্দ্রভাগ উপকূল অতিক্রম করে। সন্ধ্যার মধ্যে ঘূর্ণিঝড়টি পুরোপুরি উপকূল অতিক্রম করবে। এ সময় উপকূলজুড়ে বৃষ্টি এবং স্বাভাবিকের চেয়ে বেশি বাতাস থাকবে।
টেকনাফ উপজেলার বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, সেখানে একজন নারী ঝড়ের সময় গাছ ভেঙে তার চাপায় নিহত হয়েছেন। এমন তথ্য ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমেও।
তবে টেকনাফ ইউনিয়নের চেয়ারম্যান এ বিষয়ে কোনো সত্যতা নিশ্চিত করেননি। চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ‘সেন্ট মার্টিনে কোনো হতাহত নেই। সবাই সম্পূর্ণ নিরাপদে আছে। এখন ঝড় বৃষ্টির পরিমাণ অনেকটা কমে গিয়েছে। তবে ঝড়ের সময় সাগর উত্তাল অবস্থায় ছিল। কোনো ধরনের জলোচ্ছ্বাস হয়নি।’
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে সেন্ট মার্টিনে একজন নারী নিহতের খবর জানা গেছে। কিন্তু সেটি আমরা এখনো নিশ্চিত করতে পারিনি।’
ইউএনও আরও বলেন, ‘টেকনাফেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বিপুল পরিমাণ গাছ ঝড়ে কবলে পড়ে ভেঙে ও উপড়ে গেছে। কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো যেহেতু ঝোড়ো বাতাস আছে, তাই আমরা সব জায়গায় যেতে পারছি না। ঝড় পুরোপুরি থেমে গেলে বিস্তারিত জানতে পারব।’
ঘূর্ণিঝড় মোখার প্রভাব এখনো শেষ হয়নি। উপকূলজুড়ে চলছে এর তাণ্ডব। সেন্ট মার্টিন দ্বীপ এলাকা অতিক্রম করার সময় দ্বীপের প্রায় ৮০ শতাংশ ঘরবাড়ি লন্ডভন্ড হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। যে ঘরগুলো ঝড়ে ভেঙে গেছে, সেগুলো স্থানীয়দের আবাসস্থল ছিল। তবে হোটেল, মোটেল ও রিসোর্টগুলোর তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
সর্বশেষ আবহাওয়া দপ্তরের তথ্যে জানা গেছে, ঝড়টি ১২১ কিলোমিটার গতিবেগে সেন্ট মার্টিন অতিক্রম করেছে। আর ১১৫ কিলোমিটার গতিতে অতিক্রম করেছে টেকনাফ উপকূল।
স্থানীয়রা জানিয়েছেন, ঝড়ের সময় বাতাসের গতিবেগ ছিল বেশি। তবে বড় ধরনের কোনো জলোচ্ছ্বাস হয়নি। এখনো সাগর উত্তাল রয়েছে এবং বাতাস ও বৃষ্টি হচ্ছে। তবে এখানকার প্রায় ৮০ শতাংশ আবাস্থল ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে অধিদপ্তরে বলেছে, বেলা ২টা ২০ মিনিটে ঘূর্ণিঝড় মোখার কেন্দ্রভাগ উপকূল অতিক্রম করে। সন্ধ্যার মধ্যে ঘূর্ণিঝড়টি পুরোপুরি উপকূল অতিক্রম করবে। এ সময় উপকূলজুড়ে বৃষ্টি এবং স্বাভাবিকের চেয়ে বেশি বাতাস থাকবে।
টেকনাফ উপজেলার বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, সেখানে একজন নারী ঝড়ের সময় গাছ ভেঙে তার চাপায় নিহত হয়েছেন। এমন তথ্য ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমেও।
তবে টেকনাফ ইউনিয়নের চেয়ারম্যান এ বিষয়ে কোনো সত্যতা নিশ্চিত করেননি। চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ‘সেন্ট মার্টিনে কোনো হতাহত নেই। সবাই সম্পূর্ণ নিরাপদে আছে। এখন ঝড় বৃষ্টির পরিমাণ অনেকটা কমে গিয়েছে। তবে ঝড়ের সময় সাগর উত্তাল অবস্থায় ছিল। কোনো ধরনের জলোচ্ছ্বাস হয়নি।’
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে সেন্ট মার্টিনে একজন নারী নিহতের খবর জানা গেছে। কিন্তু সেটি আমরা এখনো নিশ্চিত করতে পারিনি।’
ইউএনও আরও বলেন, ‘টেকনাফেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বিপুল পরিমাণ গাছ ঝড়ে কবলে পড়ে ভেঙে ও উপড়ে গেছে। কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো যেহেতু ঝোড়ো বাতাস আছে, তাই আমরা সব জায়গায় যেতে পারছি না। ঝড় পুরোপুরি থেমে গেলে বিস্তারিত জানতে পারব।’
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তাঁর বিরুদ্ধে ৯০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং পাঁচটি ব্যাংক হিসাবে ৬ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে আনা হয়েছে।
৫ মিনিট আগেচকলেট ও বিস্কুটের প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি মো. ইউসুফ আলী পাটোয়ারীকে (৬৫) গ্রেপ্তার করেছে কদমতলী থানা-পুলিশ। গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোরে সবুজবাগের বাসাবো এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড
১১ মিনিট আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়িতে হামলা করে এক এসএসসি পরীক্ষার্থীকে তুলে নেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার কামারদহ ইউনিয়নের ব্যাপারিপাড়ায় এ ঘটনা ঘটে। তবে অপহৃত ওই শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সঞ্চয় নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
১৩ মিনিট আগেরাজধানীর গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের পুকুরের পানিতে ডুবে নিরব (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ বুধবার (৩০ এপ্রিল) বেলা ১টার দিকে গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের পুকুরে ডুবে যায় নিরব। পরে তার বন্ধুরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে বেলা সাড়ে ৩টার দিকে চিকিৎসক
১৪ মিনিট আগে