Ajker Patrika

ছেলের চুরির অভিযোগে মাকে নাকে খত, বিএনপি নেতাকে দল থেকে অব্যাহতি

ফেনী প্রতিনিধি
পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন দেলু। ছবি: সংগৃহীত
পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন দেলু। ছবি: সংগৃহীত

ফেনীর সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নে ছেলের বিরুদ্ধে হাঁস ও কবুতর চুরির অভিযোগ তুলে দুই নারীকে নাকে খত দেওয়ানোর ঘটনায় ওই সালিসের প্রধান ও ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন দেলুকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রোববার (৪ মে) রাতে জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নারী অবমাননার ঘটনায় তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এর আগে সন্ধ্যায় সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল ও সদস্যসচিব আমান উদ্দিন কায়সার স্বাক্ষরিত আরেক বিজ্ঞপ্তিতে দেলুর সাংগঠনিক পদও স্থগিত করা হয়।

জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন বলেন, ‘মানবাধিকার লঙ্ঘনকারী কোনো ঘটনার দায় দল নিতে পারে না। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এখন থেকে তার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই।’

বিচার-ঘটনার সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক তোলপাড় শুরু হয়। ১ মিনিট ৫৪ সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যায়, মাথিয়ারা গ্রামের সালিস বৈঠকে দুই নারী সাজেদা বেগম ও জোহরা বেগমকে জনসমক্ষে জেরা করা হচ্ছে। তাঁদের ছেলেদের বিরুদ্ধে চুরির অভিযোগ তুলে লাঠি হাতে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেলু অকথ্য ভাষায় গালাগাল করে তাঁদের নাকে খত দিতে বাধ্য করেন।

স্থানীয় সূত্র জানায়, মধ্যম মাথিয়ারা গ্রামের জাহাঙ্গীর সরকারের বাড়িতে কয়েক মাস ধরে পোষা হাঁস ও কবুতর চুরি হচ্ছিল। সম্প্রতি ফের চুরির অভিযোগ উঠলে বৃহস্পতিবার (১ মে) রাতে স্থানীয় খালুর দোকানের সামনে সালিস বসে। সেখানে সন্দেহভাজন দুই যুবক রাকিব ও রিফাতের উপস্থিতিতে তাঁদের মায়েদের অপমানজনক আচরণের শিকার হতে হয়। রাকিবের গলায় ‘আমি চোর’ লেখা প্ল্যাকার্ড ঝুলিয়ে দেওয়া হয় এবং পরে তাঁর মাকে নাকে খত দিতে বাধ্য করা হয়। একইভাবে রিফাতের মায়ের সঙ্গেও একই আচরণ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

রোগী দেখতে হবে কমপক্ষে ১০ মিনিট, অতিদরিদ্রদের জন্য বিনা মূল্যে স্বাস্থ্যসেবা

সন্ধ্যায় বাজারে গিয়ে নিখোঁজ, ভোরে কালভার্টের নিচে মিলল নারীর লাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘ইচ্ছেমতো’ ব্যয়, দুই বছরে রাষ্ট্রের ক্ষতি ৩৮৩ কোটি ৫০ লাখ টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত