মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের নয়দুয়ারিয়া নাপিত্তাছড়া ঝরনা দেখতে এসে নিখোঁজ তিন বন্ধুর দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
গতকাল রোববার সকাল ১১টায় তাঁরা পাহাড়ি ঝরনা দেখতে আসেন। রাত ৮টায় উদ্ধার হয় চট্টগ্রাম ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ইশতিয়াকুর রহমান প্রান্তর মরদেহ। আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে ঝরনার পাশের একটি ছড়া থেকে উদ্ধার করা হয়েছে ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রামের (ইউএসটিসি) ছাত্র মাসুদ আহম্মেদ তানভীরের মরদেহ। এখনো সন্ধান মেলেনি তানভীরের ছোট ভাই চট্টগ্রাম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের ছাত্র তৌফিক আহম্মেদ তারেকের।
বন্ধুদের খোঁজে রোববার থেকে ফুয়াদ হাসান, মেহেদী হাসানসহ কলেজের সহপাঠীরা নির্ঘুম রাত কাটাচ্ছেন মিরসরাই থানায়।
মিরসরাই থানার ওসি কবির হোসেন জানান, ইশতিয়াকুর রহমান প্রান্তর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তানভীরের মরদেহ থানায় আনা হয়েছে। তারেকের সন্ধান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, পুলিশ ও তারেকের বন্ধুরা।
মাসুদ আহম্মেদ তানভীর (২৪) ও তৌফিক আহম্মেদ তারেকের (২০) বাবা শাহাব উদ্দিন দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থ হয়ে শয্যাশায়ী। মা কামরুন্নাহার সন্তানের মরদেহ উদ্ধারের খবর পেয়ে সন্ধ্যায় মিরসরাই থানায় ছুটে আসেন। দুই সন্তানকে হারিয়ে কিছুক্ষণ পরপর মূর্ছা যাচ্ছেন। থানার সামনে বড় সন্তানের মরদেহ কফিনে মোড়ানো দেখে মায়ের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে।
উল্লেখ্য, গতকাল রোববার মিরসরাইয়ের নাপিত্তার ছড়া ঝরনার চূড়ায় ওঠার পর নিচে পড়ে যান দুই সহোদর তানভীর ও তারেক এবং তাঁদের বন্ধু ইশতিয়াকুর। ইশতিয়াক জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক মো. জাকারিয়ার ছেলে। চট্টগ্রামের হালি শহর বি ব্লকে তাঁর বাড়ি। তানভীর ও তারেকের বাড়ি ৩ নং রোডে।
চট্টগ্রামের মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের নয়দুয়ারিয়া নাপিত্তাছড়া ঝরনা দেখতে এসে নিখোঁজ তিন বন্ধুর দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
গতকাল রোববার সকাল ১১টায় তাঁরা পাহাড়ি ঝরনা দেখতে আসেন। রাত ৮টায় উদ্ধার হয় চট্টগ্রাম ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ইশতিয়াকুর রহমান প্রান্তর মরদেহ। আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে ঝরনার পাশের একটি ছড়া থেকে উদ্ধার করা হয়েছে ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রামের (ইউএসটিসি) ছাত্র মাসুদ আহম্মেদ তানভীরের মরদেহ। এখনো সন্ধান মেলেনি তানভীরের ছোট ভাই চট্টগ্রাম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের ছাত্র তৌফিক আহম্মেদ তারেকের।
বন্ধুদের খোঁজে রোববার থেকে ফুয়াদ হাসান, মেহেদী হাসানসহ কলেজের সহপাঠীরা নির্ঘুম রাত কাটাচ্ছেন মিরসরাই থানায়।
মিরসরাই থানার ওসি কবির হোসেন জানান, ইশতিয়াকুর রহমান প্রান্তর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তানভীরের মরদেহ থানায় আনা হয়েছে। তারেকের সন্ধান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, পুলিশ ও তারেকের বন্ধুরা।
মাসুদ আহম্মেদ তানভীর (২৪) ও তৌফিক আহম্মেদ তারেকের (২০) বাবা শাহাব উদ্দিন দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থ হয়ে শয্যাশায়ী। মা কামরুন্নাহার সন্তানের মরদেহ উদ্ধারের খবর পেয়ে সন্ধ্যায় মিরসরাই থানায় ছুটে আসেন। দুই সন্তানকে হারিয়ে কিছুক্ষণ পরপর মূর্ছা যাচ্ছেন। থানার সামনে বড় সন্তানের মরদেহ কফিনে মোড়ানো দেখে মায়ের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে।
উল্লেখ্য, গতকাল রোববার মিরসরাইয়ের নাপিত্তার ছড়া ঝরনার চূড়ায় ওঠার পর নিচে পড়ে যান দুই সহোদর তানভীর ও তারেক এবং তাঁদের বন্ধু ইশতিয়াকুর। ইশতিয়াক জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক মো. জাকারিয়ার ছেলে। চট্টগ্রামের হালি শহর বি ব্লকে তাঁর বাড়ি। তানভীর ও তারেকের বাড়ি ৩ নং রোডে।
মধ্যনগর উপজেলার কৃষক লীগের আহ্বায়ক মো. রুহুল আমিন তালুকদার রব রাজনীতি থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন। গতকাল রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ ঘোষণা দেন তিনি।
৭ মিনিট আগেরাজধানীর মগবাজারের দিলু রোড এলাকায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ সোমবার (১১ আগস্ট) শিশুর নানা বাদী হয়ে থানায় মামলা করেছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২০ মিনিট আগেমাদকের সংঘাতে ফের অস্থির হয়ে উঠেছে মোহাম্মদপুরে আটকে পড়া পাকিস্তানিদের আবাসস্থল জেনিভা ক্যাম্প। মাদকের ব্যবসা দখলকে কেন্দ্র করে জেনেভা ক্যাম্পে শীর্ষ মাদক ব্যবসায়ীদের মধ্যে টানা পাঁচ দিন ধরে ভয়াবহ সংঘর্ষ চলছে। একের পর এক ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা।
২২ মিনিট আগেফরিদপুরে যৌতুক না পেয়ে স্ত্রীকে নির্যাতনের পর পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে এ রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন নিহতের স্বজনেরা। আজ সোমবার দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন
৩৬ মিনিট আগে