কক্সবাজার প্রতিনিধি
মিয়ানমারের জান্তা বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) মধ্যে রাখাইন রাজ্যে কয়েক দিন ধরে সংঘর্ষ চলছে। এতে সেখানে খাদ্য ও নিরাপত্তা সংকটে পড়ে চাকমা জনগোষ্ঠীর ৪০০ জন এবং বেশ কিছু রোহিঙ্গা অনুপ্রবেশের জন্য বাংলাদেশ সীমান্তে অবস্থান নিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মো. মিজানুর রহমান। তিনি বলেন, ‘অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) সজাগ রয়েছে। কোনোভাবেই মিয়ানমার থেকে নতুন করে কোনো রোহিঙ্গা বা অন্য সম্প্রদায়ের কাউকে ঢুকতে দেওয়া হবে না।’
তিন দিন ধরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের ওপারে তমব্রু রাইট ক্যাম্প এলাকায় মিয়ানমারের সরকারি বাহিনী ও দুই বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে তুমুল লড়াই চলছে। পাশাপাশি কক্সবাজারের উখিয়া উপজেলার আনজুমানপাড়া, ধামনখালী ও রহমতবিল সীমান্তের ওপারে ঢেঁকিবুনিয়া ও উংচি বান এলাকায় থেমে থেমে গোলাগুলি, মর্টার শেল ও বোমাবর্ষণের ঘটনা ঘটছে।
আজ সোমবার নাইক্ষ্যংছড়ির জলপাইতলী সীমান্তে মর্টার শেল এসে পড়লে এক বাংলাদেশি নারী ও এক রোহিঙ্গা নিহত হয়েছেন। আরাকান আর্মি ও জান্তাদের সংঘর্ষের তোপের মুখে পড়ে এখন পর্যন্ত মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) ১০৮ জন সদস্য বাংলাদেশে প্রবেশ করেছেন। তাঁরা বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর জিম্মায় রয়েছেন।
উখিয়ার পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর মিয়া চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘উখিয়ার পালংখালী ও নাইক্ষ্যংছড়ির সীমান্ত দিয়ে ৪০০ চাকমা জনগোষ্ঠী এবং বেশ কিছু রোহিঙ্গা দুই দিন ধরে ঢোকার চেষ্টা করছে। বিজিপির পাশাপাশি স্থানীয়দের অনুপ্রবেশ ঠেকাতে সজাগ রয়েছে বিজিবি।’
অনুপ্রবেশ ঠেকাতে সরকার কঠোর বলে জানিয়ে আরআরআরসি মো. মিজানুর রহমান বলেন, ‘মিয়ানমারে জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির তুমুল লড়াই চলছে। এতে মিয়ানমার সীমান্তে বসবাসকারীদের মধ্যে খাদ্যসংকট দেখা দিয়েছে। তাদের জীবন ঝুঁকির মধ্যে আছে। এই অবস্থায় তারা জীবন বাঁচাতে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছেন।’
এ বিষয়ে দাতা সংস্থার অনেকে তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন জানিয়ে মিজানুর রহমান বলেন, ‘সীমান্ত অতিক্রম করে মিয়ানমার থেকে কোনো রোহিঙ্গা অথবা অন্য কোনো সম্প্রদায়ের লোকজন যাতে অনুপ্রবেশ করতে না পারেন, সে জন্য সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে।’
এদিকে বিজিবি জানিয়েছে, টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া সীমান্ত দিয়ে পাঁচ সদস্যের একটি রোহিঙ্গা পরিবার ঢুকতে চাইলে বিজিবির বাধার মুখে ঢুকতে পারেনি।
বিজিবি কক্সবাজার অঞ্চলের আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোরশেদ আলম সাংবাদিকদের জানিয়েছেন, অনুপ্রবেশের কোনো সুযোগ নেই। সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য ও টহল বাড়ানো হয়েছে।
মিয়ানমারের জান্তা বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) মধ্যে রাখাইন রাজ্যে কয়েক দিন ধরে সংঘর্ষ চলছে। এতে সেখানে খাদ্য ও নিরাপত্তা সংকটে পড়ে চাকমা জনগোষ্ঠীর ৪০০ জন এবং বেশ কিছু রোহিঙ্গা অনুপ্রবেশের জন্য বাংলাদেশ সীমান্তে অবস্থান নিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মো. মিজানুর রহমান। তিনি বলেন, ‘অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) সজাগ রয়েছে। কোনোভাবেই মিয়ানমার থেকে নতুন করে কোনো রোহিঙ্গা বা অন্য সম্প্রদায়ের কাউকে ঢুকতে দেওয়া হবে না।’
তিন দিন ধরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের ওপারে তমব্রু রাইট ক্যাম্প এলাকায় মিয়ানমারের সরকারি বাহিনী ও দুই বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে তুমুল লড়াই চলছে। পাশাপাশি কক্সবাজারের উখিয়া উপজেলার আনজুমানপাড়া, ধামনখালী ও রহমতবিল সীমান্তের ওপারে ঢেঁকিবুনিয়া ও উংচি বান এলাকায় থেমে থেমে গোলাগুলি, মর্টার শেল ও বোমাবর্ষণের ঘটনা ঘটছে।
আজ সোমবার নাইক্ষ্যংছড়ির জলপাইতলী সীমান্তে মর্টার শেল এসে পড়লে এক বাংলাদেশি নারী ও এক রোহিঙ্গা নিহত হয়েছেন। আরাকান আর্মি ও জান্তাদের সংঘর্ষের তোপের মুখে পড়ে এখন পর্যন্ত মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) ১০৮ জন সদস্য বাংলাদেশে প্রবেশ করেছেন। তাঁরা বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর জিম্মায় রয়েছেন।
উখিয়ার পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর মিয়া চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘উখিয়ার পালংখালী ও নাইক্ষ্যংছড়ির সীমান্ত দিয়ে ৪০০ চাকমা জনগোষ্ঠী এবং বেশ কিছু রোহিঙ্গা দুই দিন ধরে ঢোকার চেষ্টা করছে। বিজিপির পাশাপাশি স্থানীয়দের অনুপ্রবেশ ঠেকাতে সজাগ রয়েছে বিজিবি।’
অনুপ্রবেশ ঠেকাতে সরকার কঠোর বলে জানিয়ে আরআরআরসি মো. মিজানুর রহমান বলেন, ‘মিয়ানমারে জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির তুমুল লড়াই চলছে। এতে মিয়ানমার সীমান্তে বসবাসকারীদের মধ্যে খাদ্যসংকট দেখা দিয়েছে। তাদের জীবন ঝুঁকির মধ্যে আছে। এই অবস্থায় তারা জীবন বাঁচাতে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছেন।’
এ বিষয়ে দাতা সংস্থার অনেকে তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন জানিয়ে মিজানুর রহমান বলেন, ‘সীমান্ত অতিক্রম করে মিয়ানমার থেকে কোনো রোহিঙ্গা অথবা অন্য কোনো সম্প্রদায়ের লোকজন যাতে অনুপ্রবেশ করতে না পারেন, সে জন্য সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে।’
এদিকে বিজিবি জানিয়েছে, টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া সীমান্ত দিয়ে পাঁচ সদস্যের একটি রোহিঙ্গা পরিবার ঢুকতে চাইলে বিজিবির বাধার মুখে ঢুকতে পারেনি।
বিজিবি কক্সবাজার অঞ্চলের আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোরশেদ আলম সাংবাদিকদের জানিয়েছেন, অনুপ্রবেশের কোনো সুযোগ নেই। সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য ও টহল বাড়ানো হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
৯ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
১২ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
১৭ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
৩০ মিনিট আগে