Ajker Patrika

বঙ্গবন্ধুর আদর্শ থেকে আমরা দূরে সরে গেছি: বিচারপতি মানিক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩, ২০: ২৩
বঙ্গবন্ধুর আদর্শ থেকে আমরা দূরে সরে গেছি: বিচারপতি মানিক

ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বাংলাদেশ সৃষ্টির জন্য আমরা যুদ্ধ করেছিলাম। বঙ্গবন্ধু বলেছিলেন, ধর্মভিত্তিক রাজনীতি দেশে চলবে না। আজ বঙ্গবন্ধুর আদর্শ থেকে আমরা অনেক দূরে সরে গেছি।

এমন মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। আজ শুক্রবার চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মহানগর শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

সম্মেলন শেষে সংখ্যালঘু সুরক্ষা আইন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনসহ সাত দফা দাবিতে দুদিনব্যাপী চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী রোডমার্চ শুরু করা হয়। রোডমার্চের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)। 

এ সময় সন্তু লারমা বলেন, ‘আদিবাসী ও সংখ্যালঘু সমাজ স্বাধিকার ও অধিকার আদায়ের জন্য আজকের এই কর্মসূচি উদ্‌যাপন করছে। আমি মনে করি, এই কর্মসূচির মাধ্যমে নেতৃত্ব আরও সুসংগঠিত হবে। এই সাত দফা দাবির মাধ্যমে আমাদের জীবনযাত্রার বঞ্চনা, শোষণ ও নিপীড়ন উন্মোচিত হবে।’

সংগঠনের সভাপতি প্রকৌশলী পরিমল কান্তি চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নওগাঁ জেলা দায়রা জজ হাসান মাহমুদুল ইসলাম। প্রধান বক্তা অ্যাডভোকেট রানা দাশগুপ্ত। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ। উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নিম চন্দ্র ভৌমিক। উপস্থিত ছিলেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য ড. জিনবোধি ভিক্ষু, সাংগঠনিক সম্পাদক শ্যামল কুমার পালিত, মুক্তিযোদ্ধা ইন্দু নন্দন দত্ত, দক্ষিণ জেলা সভাপতি তাপস হোড়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত