Ajker Patrika

চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার বন্ধ, দিনে ৩ কোটি টাকার ক্ষতি

মো. ইমরান হোসাইন, কর্ণফুলী (চট্টগ্রাম)
আপডেট : ১৬ মে ২০২৩, ১৯: ০০
চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার বন্ধ, দিনে ৩ কোটি টাকার ক্ষতি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়া এলাকায় অবস্থিত সরকারি সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি (সিইউএফএল) ছয় মাসের মধ্যে মাত্র সাত দিন সচল ছিল। যান্ত্রিক জটিলতায় বিভিন্ন সময় বন্ধ থাকলেও এবার বন্ধ হয়েছে গ্যাস সংকটে। এতে কারখানাটি দিনে ক্ষতি গুনছে প্রায় ৩ কোটি টাকা। 

আজ মঙ্গলবার বিকেলে আজকের পত্রিকাকে কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেন কারখানার ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান। তিনি বলেন, ‘ঘূর্ণিঝড় মোখা ও আগে থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকার কারণে কারখানার সব কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক হয়ে গ্যাস আসবে কি না তারও নিশ্চয়তা পাচ্ছি না।’ 

মিজানুর রহমান আরও বলেন, গত নভেম্বর থেকে বন্ধ কারখানা ২২ মার্চ চালু হলেও একই মাসের ২৭ তারিখে আবারও বন্ধ হয়ে যায়। এর পর থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় কারখানা বন্ধ রয়েছে। 

সিইউএফএল কারখানা থেকে জানা গেছে, কারখানার সার উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন আড়াই থেকে ৩ কোটি টাকার বেশি লোকসান গুনতে হচ্ছে। এটি চালু থাকলে দিনে ১১শ টন ইউরিয়া উৎপাদন করতে সক্ষম। বর্তমানে কারখানায় গ্যাসসহ বিভিন্ন যান্ত্রিক ত্রুটি নিরসন করেও প্রতিবছর তিন লাখ টন ইউরিয়া সার উৎপাদিত হয়েছে। এর মধ্যে গ্যাস সংকটসহ বিভিন্ন যান্ত্রিক ত্রুটি থাকার পরও গত অর্থবছরে কারখানাটি ২ লাখ ৫০ হাজার টন ইউরিয়া সার উৎপাদন করে। সারা দেশে ইউরিয়া সারের চাহিদা বছরে প্রায় ২৬ লাখ টন। 

সিইউএফএলসহ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) বিভিন্ন কারখানা প্রায় ১০ লাখ টন ইউরিয়া সার উৎপাদন করে। বাকি ১৬ লাখ টন ইউরিয়া সার বিদেশ থেকে আন্তর্জাতিক মূল্যে আমদানি করতে হয়। এভাবে সরকারকে আন্তর্জাতিক দামে বছরে প্রতি টন প্রায় ৬০ হাজার থেকে ৭০ হাজার টাকায় আমদানি করতে হয় বলে জানা গেছে সিইউএফএল থেকে। 

এদিকে পার্শ্ববর্তী সার কারখানা কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডকে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ করা হলেও সরকারি সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানিতে কিছুদিন পরপরই উৎপাদন বন্ধ থাকায় বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা।

সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান বলেন, ‘গ্যাস-সংকটসহ বিভিন্ন কারণে কারখানার উৎপাদন বন্ধ হওয়ায় বিভিন্ন যন্ত্রাংশও মরিচা ধরে বিকল হয়ে পড়ছে। এতে ক্ষতির মুখে পড়েছে কারখানাটি। বিষয়টি কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে জানিয়েছি এবং গ্যাস সরবরাহের জন্য অনুরোধ করেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

পিরোজপুরে ২০ কোটি টাকা নিয়ে উধাও সমিতির পরিচালক, সদস্যদের বিক্ষোভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত