খাগড়াছড়ি প্রতিনিধি
জিয়াউর রহমান পাহাড়ে বাঙালিদের মধ্যে সম্প্রীতি নষ্ট করেছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। আজ শনিবার দুপুরে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে আয়োজিত কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি-বাঙালির কনফ্লিক্ট সৃষ্টি করেছে জিয়াউর রহমান। পাকিস্তান আমল থেকে পাহাড়ি-বাঙালিদের মধ্যে কোনো ধরনের বিদ্বেষ ছিল না। তাদের মধ্যে সম্প্রীতির অভাব ছিল না। জিয়াউর রহমান সেই সম্প্রীতি নষ্ট করেছে, ধ্বংস করেছে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তি চুক্তি, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সৃষ্টিসহ বিভিন্ন উদ্যোগে মাধ্যমে সেই সম্প্রীতির বন্ধন আবার স্থাপন করেছেন, উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ এ দেশের গণমানুষের দল। আওয়ামী লীগের ভিত অনেক গভীরে। আওয়ামী লীগকে কেউ ক্ষমতা থেকে নামাতে পারবে না।’
কৃষি ক্ষেত্রে বাংলাদেশের সব অর্জনে শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব বিশ্বব্যাপী প্রশংসিত। প্রধানমন্ত্রী কৃষিকে ৮০ শতাংশ যান্ত্রিকীকরণ করেছেন বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী।
এর আগে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী এবং যুগ্ম সম্পাদক ও মংসুইপ্রু চৌধুরী অপু পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন।
খাগড়াছড়ি জেলা কৃষক লীগের আহ্বায়ক পিন্টু ভট্টাচার্যের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভারত প্রত্যাগত শরণার্থীবিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, সংসদ সদস্য বাসন্তী চাকমা, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আকবর আলী চৌধুরী প্রমুখ।
সম্মেলনে পিন্টু ভট্টাচার্যকে সভাপতি ও খোকন চাকমাকে সাধারণ সম্পাদক করে কৃষক লীগের জেলা কমিটি ঘোষণা করা হয়।
জিয়াউর রহমান পাহাড়ে বাঙালিদের মধ্যে সম্প্রীতি নষ্ট করেছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। আজ শনিবার দুপুরে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে আয়োজিত কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি-বাঙালির কনফ্লিক্ট সৃষ্টি করেছে জিয়াউর রহমান। পাকিস্তান আমল থেকে পাহাড়ি-বাঙালিদের মধ্যে কোনো ধরনের বিদ্বেষ ছিল না। তাদের মধ্যে সম্প্রীতির অভাব ছিল না। জিয়াউর রহমান সেই সম্প্রীতি নষ্ট করেছে, ধ্বংস করেছে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তি চুক্তি, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সৃষ্টিসহ বিভিন্ন উদ্যোগে মাধ্যমে সেই সম্প্রীতির বন্ধন আবার স্থাপন করেছেন, উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ এ দেশের গণমানুষের দল। আওয়ামী লীগের ভিত অনেক গভীরে। আওয়ামী লীগকে কেউ ক্ষমতা থেকে নামাতে পারবে না।’
কৃষি ক্ষেত্রে বাংলাদেশের সব অর্জনে শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব বিশ্বব্যাপী প্রশংসিত। প্রধানমন্ত্রী কৃষিকে ৮০ শতাংশ যান্ত্রিকীকরণ করেছেন বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী।
এর আগে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী এবং যুগ্ম সম্পাদক ও মংসুইপ্রু চৌধুরী অপু পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন।
খাগড়াছড়ি জেলা কৃষক লীগের আহ্বায়ক পিন্টু ভট্টাচার্যের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভারত প্রত্যাগত শরণার্থীবিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, সংসদ সদস্য বাসন্তী চাকমা, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আকবর আলী চৌধুরী প্রমুখ।
সম্মেলনে পিন্টু ভট্টাচার্যকে সভাপতি ও খোকন চাকমাকে সাধারণ সম্পাদক করে কৃষক লীগের জেলা কমিটি ঘোষণা করা হয়।
প্রায় ১৭০ বছর আগে বাংলাদেশে চায়ের চাষ শুরু হয়। পরে সময় যত পেরিয়েছে, চা-বাগানের সংখ্যা ও পরিধি বেড়েছে। কিন্তু বাগানের শ্রমিকদের জীবনমানের তেমন কোনো উন্নতি হয়নি। এখন বেকারত্বে জর্জরিত হয়ে আছে শ্রমিকদের পরিবারগুলো।
১৬ মিনিট আগেশ্রমিকের হাতুড়ির আঘাতে ভাঙছে ইট, গড়ে উঠছে দালান, সেতু, রাস্তা। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে এই পরিশ্রমের কাজ করেও জোড়া লাগেনি তাঁদের ভাগ্য। এখান থেকে পাওয়া সামান্য আয়ে তাঁরা কোনোরকমে ধরে রেখেছেন সংসারের হাল।
১ ঘণ্টা আগেসড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
৮ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৯ ঘণ্টা আগে