Ajker Patrika

নবীনগরে ভোটার বেড়েছে ৮৮ হাজার, কেন্দ্র ১০টি 

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
নবীনগরে ভোটার বেড়েছে ৮৮ হাজার, কেন্দ্র ১০টি 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন-২৪৭ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভোটার বেড়েছে ৮৮ হাজার ৬৬ জন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে মোট ভোটর ছিল তিন লাখ ৪৩ হাজার ৯১৪ জন। ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ১৩৯ টি।

একাদশের তুলনায় এবার বেড়েছে ১০টি কেন্দ্র। ফলে বর্তমান কেন্দ্র সংখ্যা ১৪৯ টি। ভোটার সংখ্যা চার লাখ ৩১ হাজার ৯৮০ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ২৪ হাজার ৪১০ জন, নারী ভোটার দুই লাখ সাত হাজার ৫৬৮ জন এবং তৃতীয় লিঙ্গ (হিজড়া) দুজন।

নবীনগর উপজেলা নির্বাচন কার্যালয় থেকে প্রকাশিত সংসদীয় আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা থেকে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, নবীনগর উপজেলার ২১টি ইউনিয়ন ও একটি প্রথম শ্রেণির পৌরসভা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৫ নির্বাচনী এলাকা। সদর পৌর এলাকার মোট ভোটার ৪৬ হাজার ৫৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ২২ হাজার ৯১৯ জন, নারী ভোটার ২৩ হাজার ১৩৫ জন ও তৃতীয় লিঙ্গ (হিজড়া) দুজন। ২১টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৮৫ হাজার ৯২৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা দুই লাখ এক হাজার ৪৯১ জন এবং নারী ভোটার এক লাখ ৮৪ হাজার ৪৩৩ জন।

এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মো. সাদেকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা কমিশনের নির্ধারিত সময়সীমা অনুযায়ী ভোটকেন্দ্র নির্ধারণ করেছি। যদি কেউ খসড়া ভোটকেন্দ্রের তালিকার ওপর কমিশনে আবেদন করে সে ক্ষেত্রে আমরা জেলা এবং উপজেলা কমিটি তদন্ত ও যাচাই-বাছাই করে তফসিলের পর যে চূড়ান্ত তালিকা পাব সেটা গেজেটের জন্য পাঠাব।’

নবীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আজগর আলী আজকের পত্রিকাকে বলেন, ‘খসড়া ভোটকেন্দ্রের তালিকার ওপর যদি কারও কোনো দাবি বা আপত্তি অথবা সুপারিশ থাকে তবে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্বাচন কার্যালয়ে লিখিতভাবে দাখিল করতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত