Ajker Patrika

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি সোহেল ও সম্পাদক তওহীদ

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১১: ৪৮
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি সোহেল ও সম্পাদক তওহীদ

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতিসহ সংখ্যাগরিষ্ঠ পদে সরকার-সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেল জয়লাভ করেছে। অন্যদিকে সাধারণ সম্পাদক ও জ্যেষ্ঠ সহসভাপতিসহ আট পদে বিএনপি-জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ জয়লাভ করেছে।

গত শনিবার সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত দুটি কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাত সাড়ে ১২টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।

নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলে বিজয়ীরা হলেন সভাপতি ইকবালুর রশিদ আমিন সোহেল, সহসাধারণ সম্পাদক (হিসাব) মো. আকতার হোসেন, পাঠাগার ও তথ্যপ্রযুক্তি সম্পাদক বাবলু মিয়া, আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক মনিরুল ইসলাম। সদস্য পদে মোহাম্মদ ইসহাক, কফিল উদ্দিন চৌধুরী, আমানুল হক, শবনব মুশতারী ও মো. রিদওয়ান আলী জয়লাভ করেছেন। 

আইনজীবী ঐক্য পরিষদ প্যানেল থেকে জয়ীরা হলেন-সাধারণ সম্পাদক পদে তওহীদুল আনোয়ার, জ্যেষ্ঠ সহ সভাপতি, মোহাম্মদ আবু তাহের-২, সহ সভাপতি পদে নাজিমউদ্দিন, সহ সাধারণ সম্পাদক (সাধারণ) সাহাব উদ্দিন সাহিব। সদস্য পদে জয়লাভ করেছেন যথাক্রমে মোস্তাক আহমদ চৌধুরী, মোহাম্মদ ছাদেকউল্লাহ, ইফতেখার মাহমুদ ও আবুল কাশেম। 

নির্বাচনে সমিতির ১৭টি পদের বিপরীতে দুটি প্যানেল থেকে একজন করে প্রার্থী ছিলেন। এ ছাড়া সাধারণ সম্পাদক পদে একজন প্রার্থী অংশ নেন। সমিতির ৮১০ জন ভোটারের মধ্যে ৭৭১ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে কক্সবাজার জেলা আইনজীবী সমিতি ভবন কেন্দ্রে ভোট পড়েছে ৭১০টি এবং চকরিয়া উপজেলা চৌকি আইনজীবী সমিতির কেন্দ্রে ভোট পড়েছে ৬১টি। 

প্রধান নির্বাচন কমিশনার জ্যেষ্ঠ আইনজীবী মুহাম্মদ বাকের রাতে এ ফলাফল ঘোষণা করেন। এ সময় সহকারী প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ ফেরদাউস ও নুর উল আলম এবং কমিশনার আবু ছিদ্দিক, ফরিদ আহামদ, নুর আহমদ-২ ও সিরাজ উল্লাহসহ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত