Ajker Patrika

দাউদকান্দিতে ফাজিল পরীক্ষায় নকল করায় বহিষ্কার ৮ শিক্ষার্থী 

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
দাউদকান্দিতে ফাজিল পরীক্ষায় নকল করায় বহিষ্কার ৮ শিক্ষার্থী 

কুমিল্লার দাউদকান্দিতে ফাজিল-২০২০ (পাশ) প্রথম বর্ষের পরীক্ষায় নকল করার দায়ে একটি কেন্দ্র থেকে ৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার দাউদকান্দি মদিনাতুল উলুম ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। ওই কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলেন ২৮১ জন। 

ওই মাদ্রাসার অধ্যক্ষ ও কেন্দ্রসচিব মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকা বলেন, পরীক্ষায় প্রকাশ্যে অসদুপায় অবলম্বন করার দায়ে আমার মাদ্রাসার দুজন, সিংগুলা মাদ্রাসার তিনজন, নৈয়ার মাদ্রাসার দুজন ও মঙ্গলকান্দি মাদ্রাসার একজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। 

এ বিষয়ে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল ইসলাম খান আজকের পত্রিকা বলেন, গতকাল গোপন সূত্রে জানতে পারি ওই কেন্দ্রে অসদুপায় অবলম্বন করে পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন। তাই আজ দাউদকান্দি মদিনাতুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে অধিক সংখ্যক পরীক্ষা তদারকি কর্মকর্তা নিয়োগ করি। 

ইউএনও আরও বলেন, গোপন সূত্র সঠিক হওয়ায় ওই ৮ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত