Ajker Patrika

ঈদের পর বিয়ের কথা ছিল সেনবাগের আসিফের

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ০১ মার্চ ২০২৪, ১৭: ৫৬
ঈদের পর বিয়ের কথা ছিল সেনবাগের আসিফের

রাজধানীর বেইলি রোডের অগ্নিকাণ্ডে নোয়াখালীর সেনবাগ উপজেলার মইশাই গ্রামের আসিফ (২৪) দগ্ধ হয়ে নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

আসিফ মইশাই গ্রামের দর্জিপাড়ার তাকিয়াবাড়ির মৃত আবুল খায়েরের ছেলে। পাঁচ ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট এবং অবিবাহিত ছিলেন। কয়েক বছর আগে তাঁর বাবা ও মায়ের মৃত্যু হয়। রাজধানীতে অবস্থানরত তাঁর ভাইয়েরা মরদেহ শনাক্ত করেছেন। 

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শওকত হোসেন কানন আসিফের মৃত্যুর বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। 

ইউপি চেয়ারম্যান বলেন, আসিফ বেইলি রোডের একটি ওয়ার্কশপের গ্রিল মিস্ত্রি। ঘটনার আগে ওই ভবনের নিচতলায় কাজ করছিল সে। রোজার ঈদের পর তার বিয়ে করার কথা ছিল। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। 

 

নিহত আসিফের মেজভাই এমাম হোসেন আজকের পত্রিকাকে জানান, দুপুরে মরদেহ নিয়ে গ্রামের বাড়ির উদ্দ্যেশে রওনা হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় তাঁর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। 

সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিসান বিন মাজেদ আজকের পত্রিকাকে বলেন, ‘গণমাধ্যমকর্মীদের মাধ্যমে আসিফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি। জেলা প্রশাসনের মাধ্যমে পরিবারকে সহযোগিতা করা হবে।’

আরও পড়ুন—

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত