Ajker Patrika

নির্বাচনে কোনো কর্মকর্তা নিরপেক্ষতা হারালে সাথে সাথে ব্যবস্থা: ইসি আনিছুর 

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ১৮: ২৭
নির্বাচনে কোনো কর্মকর্তা নিরপেক্ষতা হারালে সাথে সাথে ব্যবস্থা: ইসি আনিছুর 

নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেছেন, ‘নির্বাচনে কোনো কর্মকর্তা নিরপেক্ষতা হারালে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি বিভাগীয় ব্যবস্থারও মুখোমুখি হতে হবে। ২৯ ডিসেম্বর থেকে মাঠে নামবে বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।’ 

আজ শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ের সন্মেলনকক্ষে নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেন, ‘যাঁরা নির্বাচনে দায়িত্বে আছেন, তাঁরা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন। তাঁরা রাষ্ট্রের কর্মচারী, কোনো দলের কর্মচারী না। কোনো সরকারের কর্মচারী না। তাঁকে চাকরিতে থাকতে হলে, নির্বাচন কমিশনকে সহায়তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন যাঁকে যেখানে প্রয়োজন তাঁকে সেখানে দায়িত্ব দিয়েছে। যদি সে দায়িত্ব পালন না করেন তাহলে তিনি অপরাধের জন্য দায়ী হবেন।’ 

শেষে নির্বাচন নিয়ে বিএনপির নেতা রিজভী একটি মন্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেন, ‘সিলেকশনের কোনো সুযোগ নেই, জনগণকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচন করতে হবে। ওনার কাছে তালিকা থাকলে তা প্রকাশ করতে বলুন। এই বিষয়ে আমাদের কিছু বলার নেই।’ 

তিনি বলেন, ‘উনি (রিজভী) রাজনৈতিক বক্তব্য দিয়েছেন। সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই। এটা ওনার অমূলক ধারণা। ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।’ 

মো. আনিছুর রহমান আরও বলেন, ‘ব্যালট পেপার সকালে কেন্দ্রে যাবে। পাশাপাশি ব্যালটের যে অংশ ভোটারকে দেওয়া হবে, তাতে আগে শুধু সিল দিলে হতো–এখন সহকারী প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর থাকতে হবে।’ 

এ সময় ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ আরমান আরিফ, ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিক হাসান উল্লাহসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত