Ajker Patrika

চৌদ্দগ্রামে ঈদবাজারে উপচে পড়া ভিড়

চৌদ্দগ্রাম (কুমিল্লা) চট্টগ্রাম
আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ১৫: ১২
চৌদ্দগ্রামে ঈদবাজারে উপচে পড়া ভিড়

আর মাত্র কয়েক দিন পরেই ঈদ। ঈদ সামনে রেখে চৌদ্দগ্রামে কেনাকাটা বেড়েই চলেছে। সকাল থেকে রাত পর্যন্ত বিপণিবিতানগুলোয় দেখা যাচ্ছে ক্রেতাদের ভিড়। ভিড়ের কারণে বাজারের গলিগুলোতে প্রবেশ করতে কষ্ট হচ্ছে সাধারণ মানুষের। ব্যবসায়ীরা আশা করছেন সামনের দিনগুলোতে আরও ভিড় বাড়বে।

সরেজমিনে দেখা যায়, উপজেলার বাজারগুলোতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্রেতাদের ভিড় বেড়েই চলেছে। নারী-পুরুষ মিলেমিশে বিপণি বিতান থেকে পছন্দের পোশাক কিনছেন। শুধু তাই নয়, ঈদ সামনে রেখে সেমাই, চিনি কেনারও ধুম লেগেছে।

চৌদ্দগ্রামে জন্তুর আলী শপিং কমপ্লেক্সের মাহবুব বস্ত্রবিতানের মালিক জানান, বিগত দুই বছর করোনার কারণে ক্রেতারা স্বাচ্ছন্দ্যে পছন্দের পোশাক কিনতে পারেননি। এখন দিনের চেয়ে রাতে ক্রেতাদের সংখ্যা বাড়ছে। এ ছাড়া কেনাকাটার পরিবেশও ভালো।

লাবণী নামে এক কলেজছাত্রী জানান, প্রতিদিন বিপণিবিতানগুলোতে ক্রেতাদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এমনকি মার্কেটগুলোতে হাঁটাও যাচ্ছে না।

মিজান মার্কেটের বধূয়া কসমেটিকস দোকানের আবদুল জব্বার মজনু জানান, আগের বছরগুলোর তুলনায় এবার কসমেটিকস বিক্রি ভালো হচ্ছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতাদের ভিড় লেগেই আছে। এতে করে ক্রেতারা সন্তুষ্টি প্রকাশ করছেন। আশা করছি বাকি দিনগুলোতে ভিড়ের পাশাপাশি বিক্রি বাড়বে।

ওই কসমেটিকস কিনতে আশা তরুণী সানজিদা জাহান জানান, ঈদের জন্য পছন্দের পোশাক কেনা হয়ে গেছে। এখন শুধু ঈদের দিনের সাজের জন্য কসমেটিকস আর কামিজের সঙ্গে রং মিলিয়ে চুড়িও কিনব।

মুদি দোকানদার মাহবুবুল হক পাটোয়ারী জানান, বিগত দুই বছর মানুষ করোনার কারণে তেমন কেনাকাটা করতে পারেনি। এতে আমরাও ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। আগে মানুষ ঈদের দুই-এক দিন আগে সেমাই-চিনি কিনত। আর এখন পনেরো রোজার পর থেকে সেমাই বিক্রি শুরু হয়েছে। বাজারে ক্রেতার সংখ্যাও ভালো।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা জানান, বাজারে ক্রেতাদের ভিড় দেখে ভালো লাগছে। ঈদের আগেই ঈদের আমেজ মনে হচ্ছে। ক্রেতারা যেন কেনাকাটা করে নিরাপদে বাড়ি ফিরতে পারেন সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বৃদ্ধি করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত