টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
বিশ্ব শান্তির লক্ষ্যে ‘ওয়াক ফর পিস’ শিরোনামে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত পদযাত্রা শুরু করেছেন এস মুরাদ জুবায়েদ (৩৪) নামের এক যুবক। স্বাধীনতা দিবস উপলক্ষে এই পদযাত্রা তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সকল মুক্তিযোদ্ধাদের উৎসর্গ করেছেন।
আজ সোমবার বিকেল ৪টায় টেকনাফ জিরো পয়েন্ট থেকে পদযাত্রা শুরু করেন মুরাদ। পেশায় মুরাদ একজন উদ্যোক্তা। তিনি গাজীপুরের টঙ্গী আরিচপুর এলাকার জয়নাল আবেদীনের ছেলে।
মাত্র ২০ দিনে টেকনাফ থেকে তেঁতুলিয়ায় পৌঁছানোর লক্ষ্য রয়েছে তাঁর। এ সময় তিনি ‘নির্দিষ্ট জায়গাতে ময়লা ফেলি, দেশ পরিষ্কার রাখি ও আদর্শ নাগরিক হই’—এই তিনটি নীতিবাক্য ব্যবহার করছেন। পদযাত্রায় তাঁকে নিরাপত্তা ও দেখভাল করার জন্য চালকসহ দুজন রয়েছেন। একটি ছোট কাভার্ডভ্যানও তাঁর সঙ্গে রয়েছে।
মুরাদ জুবায়েদ জানান, স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ও সকল মুক্তিযোদ্ধাদের উৎসর্গ করে বাংলাদেশ ও বিশ্ব শান্তির জন্য মূলত এ পদযাত্রা। এর আগে এত অল্প সময়ে কেউ রেকর্ড করেনি। ৭-২৬ মার্চ, মাত্র ২০ দিনে ১ হাজার ৪ কিলোমিটার পায়ে হেঁটে তেঁতুলিয়া পৌঁছে রেকর্ড করবেন বলে তিনি আশাবাদী। একদিনে একটি করে মোট ২০টি স্লোগানে এ পদযাত্রার শিরোনাম দেওয়া হয়েছে ওয়াক ফর পিস।
জুবায়ের জানান, সোমবার জ্যামে পড়ে টেকনাফে পৌঁছাতে সময় চলে যায়। তারপরও আজ তিনি ২০-৩০ কিলোমিটার হেঁটে গাড়িতে অবস্থান করবেন।
এ কার্যক্রমে তাঁকে কিছুটা আর্থিকভাবে সাহায্য করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহেদ হাসান রাসেল, ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী ও অক্সিজেন নামের এক প্রতিষ্ঠান। বাকিটা তিনি নিজ খরচে এ কার্যক্রম পরিচালনা করছেন।
বিশ্ব শান্তির লক্ষ্যে ‘ওয়াক ফর পিস’ শিরোনামে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত পদযাত্রা শুরু করেছেন এস মুরাদ জুবায়েদ (৩৪) নামের এক যুবক। স্বাধীনতা দিবস উপলক্ষে এই পদযাত্রা তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সকল মুক্তিযোদ্ধাদের উৎসর্গ করেছেন।
আজ সোমবার বিকেল ৪টায় টেকনাফ জিরো পয়েন্ট থেকে পদযাত্রা শুরু করেন মুরাদ। পেশায় মুরাদ একজন উদ্যোক্তা। তিনি গাজীপুরের টঙ্গী আরিচপুর এলাকার জয়নাল আবেদীনের ছেলে।
মাত্র ২০ দিনে টেকনাফ থেকে তেঁতুলিয়ায় পৌঁছানোর লক্ষ্য রয়েছে তাঁর। এ সময় তিনি ‘নির্দিষ্ট জায়গাতে ময়লা ফেলি, দেশ পরিষ্কার রাখি ও আদর্শ নাগরিক হই’—এই তিনটি নীতিবাক্য ব্যবহার করছেন। পদযাত্রায় তাঁকে নিরাপত্তা ও দেখভাল করার জন্য চালকসহ দুজন রয়েছেন। একটি ছোট কাভার্ডভ্যানও তাঁর সঙ্গে রয়েছে।
মুরাদ জুবায়েদ জানান, স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ও সকল মুক্তিযোদ্ধাদের উৎসর্গ করে বাংলাদেশ ও বিশ্ব শান্তির জন্য মূলত এ পদযাত্রা। এর আগে এত অল্প সময়ে কেউ রেকর্ড করেনি। ৭-২৬ মার্চ, মাত্র ২০ দিনে ১ হাজার ৪ কিলোমিটার পায়ে হেঁটে তেঁতুলিয়া পৌঁছে রেকর্ড করবেন বলে তিনি আশাবাদী। একদিনে একটি করে মোট ২০টি স্লোগানে এ পদযাত্রার শিরোনাম দেওয়া হয়েছে ওয়াক ফর পিস।
জুবায়ের জানান, সোমবার জ্যামে পড়ে টেকনাফে পৌঁছাতে সময় চলে যায়। তারপরও আজ তিনি ২০-৩০ কিলোমিটার হেঁটে গাড়িতে অবস্থান করবেন।
এ কার্যক্রমে তাঁকে কিছুটা আর্থিকভাবে সাহায্য করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহেদ হাসান রাসেল, ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী ও অক্সিজেন নামের এক প্রতিষ্ঠান। বাকিটা তিনি নিজ খরচে এ কার্যক্রম পরিচালনা করছেন।
বরিশাল জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতারা পদ হারানোয় জুনিয়র নেতাদের নিয়ে মতবিনিময় সভা করেছেন কেন্দ্রীয় নেতারা। শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত বরিশাল প্রেসক্লাবে পৃথকভাবে তৃণমূল নেতাদের সঙ্গে এই সভায় প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী। দলের কেন্দ্রীয়...
২ মিনিট আগেআগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করার লক্ষ্যে ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। পুলিশ পেশাদারি ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে এ নির্বাচনকে দেশে-বিদেশে একটি দৃষ্টান্তে পরিণত করার আশা ব্যক্ত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
৭ মিনিট আগেঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে দেড় বছর বয়সী শিশু আল মুনতাসিরের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার দুওসুও ইউনিয়নের ছোট পলাশবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
২৯ মিনিট আগেগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। আজ শুক্রবার সকালে গাজীপুর সাংবাদিক ইউনিয়নের আয়োজনে গাজীপুর প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ সভা হয়।
৪৪ মিনিট আগে