চাঁদপুর প্রতিনিধি
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, ‘যে দল আগামী নির্বাচনে বাধা দিতে চাইবে সে দল অসাংবিধানিক। তারা সংবিধানের কিছুই বোঝে না বলে আমি মনে করি। কারণ, নির্বাচন কমিশন নির্বাচন করবে, আর সরকার তাতে সহযোগিতা করবে।’
আজ শনিবার চাঁদপুরের মতলব উত্তরে সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মায়া বলেন, ‘বিএনপি যদি নির্বাচনে না আসে তাহলে নির্বাচন তাদের জন্য বসে থাকবে না। যথাসময়ে নির্বাচন হয়ে যাবে।’
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কথা বলছেন। দেশে কী পরিমাণ উন্নয়ন হয়েছে, তা আপনারাই দেখছেন। তাই আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আবারও ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনবে জনগণ।’
ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি লোকমান হোসেন মুন্সির সভাপতিত্বে কর্মিসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু। যৌথভাবে সঞ্চালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইউসুফ ও যুবলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান মিঠু।
বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, রফিকুল ইসলাম মাস্টার, সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াছুর রহমান, ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আশফাক হোসেন চৌধুরী মাহী, অগ্রণী ব্যাংকের সাবেক ডিজিএম নবী হোসেন নবী, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি নাজিম উদ্দিন, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক দুলাল হোসেন প্রমুখ।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, ‘যে দল আগামী নির্বাচনে বাধা দিতে চাইবে সে দল অসাংবিধানিক। তারা সংবিধানের কিছুই বোঝে না বলে আমি মনে করি। কারণ, নির্বাচন কমিশন নির্বাচন করবে, আর সরকার তাতে সহযোগিতা করবে।’
আজ শনিবার চাঁদপুরের মতলব উত্তরে সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মায়া বলেন, ‘বিএনপি যদি নির্বাচনে না আসে তাহলে নির্বাচন তাদের জন্য বসে থাকবে না। যথাসময়ে নির্বাচন হয়ে যাবে।’
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কথা বলছেন। দেশে কী পরিমাণ উন্নয়ন হয়েছে, তা আপনারাই দেখছেন। তাই আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আবারও ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনবে জনগণ।’
ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি লোকমান হোসেন মুন্সির সভাপতিত্বে কর্মিসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু। যৌথভাবে সঞ্চালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইউসুফ ও যুবলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান মিঠু।
বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, রফিকুল ইসলাম মাস্টার, সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াছুর রহমান, ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আশফাক হোসেন চৌধুরী মাহী, অগ্রণী ব্যাংকের সাবেক ডিজিএম নবী হোসেন নবী, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি নাজিম উদ্দিন, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক দুলাল হোসেন প্রমুখ।
চট্টগ্রামে ডেঙ্গুতে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় এই তথ্য জানায়। এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের ডেঙ্গু এবং ২০ জনের চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে।
০১ জানুয়ারি ১৯৭০টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুতায়িত হয়ে জুয়েল রানা (২৫) নামের এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের বগাপ্রতিমা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
১ মিনিট আগেউপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় বলেন, প্রাথমিক শিক্ষার মান্নোনয়নে ১৭ হাজার শিক্ষক নিয়োগপ্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্যে ৩ হাজার প্রধান শিক্ষক পিএসসির মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। স্কুলে যাওয়ার উপযোগী প্রত্যেক শিশুর বাধ্যতামূলক ও অবৈতনিক প্রাথমিক শিক্ষা দেওয়ায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
১৯ মিনিট আগেলালমনিরহাটের পাটগ্রামে লাইসেন্স ছাড়া পেট্রোলিয়ামজাত দাহ্য পদার্থ (পেট্রোল, অকটেন, ডিজেল) বিক্রি করায় এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া আইন অমান্য করে নদী থেকে বালু উত্তোলন করায় এক যুবককে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
২৯ মিনিট আগে