Ajker Patrika

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাঁশিবাদক মনিরের

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ১৬ জুলাই ২০২২, ১৬: ১৩
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাঁশিবাদক মনিরের

‘ও…বাঁশেতে ঘুণ ধরে যদি, কেন বাঁশিতে ঘুণ ধরে না, কতজনায় মরে শুধু পোড়া বাঁশি কেন মরে না’...শচীন দেব বর্মণের এই গানের সুরে বিভিন্ন অনুষ্ঠান মাতিয়ে রাখা কুমিল্লার সুপরিচিত বাঁশিবাদক মনির হোসেন বাসচাপায় নিহত হয়েছেন।

আজ শনিবার ভোরে কুমিল্লা-নোয়াখালী সড়কের জেলার সদর দক্ষিণ উপজেলার হরিশচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় গুরুতর আহত প্যাড বাদক সহযোগী বোরহান উদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে বলে জানা গেছে। 

নিহত মনির হোসেন জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ধান্যদৌল গ্রামের তোতা মিয়ার ছেলে। নিহত মনির ও আহত বোরহান দুজনই সাংস্কৃতিক সংগঠন ‘দ্যা কালচারাল ফাউন্ডেশন অব কুমিল্লা’র সদস্য ছিলেন। সংগঠনটির সাধারণ সম্পাদক কিশোর কান্তি দে (কিষান) মনিরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

আহত বোরহানের বরাত দিয়ে কিশোর কান্তি বলেন, ‘ভোর সাড়ে ৪টার দিকে তাঁরা লাকসামের একটি অনুষ্ঠান শেষ করে মোটরসাইকেল চড়ে কুমিল্লায় ফিরছিলেন। হরিশচর এলাকায় এলে পেছন থেকে একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় মনির ঘটনাস্থলেই মারা যান। পরে বোরহানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।’ 

সংগঠনটির সদস্য রাসেল দেওয়ান বলেন, ‘তারা চারজন লাকসামে গিয়েছিল দুটি মোটরসাইকেলে চড়ে। দুজন সামনে ছিল, মনির ও বোরহান পেছনে ছিল। দুর্ঘটনায় মনির মারা যায় এবং বোরহানকে হাসপাতালে নেওয়া হয়েছে।’

রাসেল দেওয়ান আরও বলেন, ‘যেকোনো অনুষ্ঠানে সবচেয়ে বড় সাহস ছিলেন মনির ভাই। দারুণ বাঁশি বাজাতেন, শো মাতিয়ে রাখতে তাঁর ভূমিকা ছিল সবচেয়ে বেশি।’ 

এ বিষয়ে লাকসাম হাইওয়ে ক্রসিং ফাঁড়ির ইনচার্জ কাইয়ুম উদ্দীন চৌধুরী বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই আহতদের হাসপাতালে নিয়ে গেছে স্থানীয়রা। একজন মারা গেছেন। বাসটি শনাক্তের চেষ্টা চলছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত