রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটিতে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভরাডুবি হয়েছে নৌকা প্রার্থীদের। দুই উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে নয়টিতেই বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।
জানা গেছে, সাবেক্ষং এবং ঘিলাছড়ি ইউনিয়নে নৌকা প্রতীকের কোনো প্রার্থী ছিল না। বাকি আটটি ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা করেছে নৌকার প্রার্থীরা। এর মধ্যে মাত্র একটিতে জয়লাভ করেছে তাঁরা।
রাঙামাটির বুড়িঘাটে স্বতন্ত্র প্রার্থী প্রমোদ খীসা, নানিয়ারচরে স্বতন্ত্র প্রার্থী বাপ্পী চাকমা, সাবেক্ষংয়ে স্বতন্ত্র প্রার্থী সুপন চাকমা ওরফে সুশীল জীবন, ঘিলাছড়িতে স্বতন্ত্র প্রার্থী অমল কান্তি চাকমা, সাপছড়িতে স্বতন্ত্র প্রার্থী প্রবীণ চাকমা, মগবানে স্বতন্ত্র প্রার্থী পুষ্প রঞ্জন চাকমা, জীবতলিতে স্বতন্ত্র প্রার্থী সুদত্ত কারবারি, বন্দুক ভাঙাতে স্বতন্ত্র প্রার্থী অমর চাকমা, কুতুকছড়িতে স্বতন্ত্র প্রার্থী কানন চাকমা জয় পেয়েছেন।
নৌকা প্রতীকের একজন প্রার্থী নির্বাচনে জয় পেয়েছেন। বালুখালী ইউনিয়নে নৌকা প্রতীকে নির্বাচন করে জয় পেয়েছেন আওয়ামী লীগ প্রার্থী অমর কুমার চাকমা।
জেলা প্রশাসনের তথ্য থেকে জানা যায়, ১০ ইউনিয়নে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘প্রত্যকটি ইউনিয়নে ম্যাজিস্ট্রেট মোতায়েন ছিল। তাঁদের সহায়তা করতে পুলিশ, বিজিবি, র্যাব, সেনাবাহিনী মোতায়েন ছিল। শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর পরিবেশের সৃষ্টি হয়নি।’
আওয়ামী লীগ সূত্রে জানা যায়, স্থানীয়ভাবে দলের কিছু দুর্বলতার কারণে দলের প্রার্থীদের পরাজয় ঘটেছে।
উল্লেখ্য, দুই উপজেলার মোট ৯০টি ভোট কেন্দ্রে ভোটার ছিল ৬৭ হাজার ৪৮ জন। এ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়েছেন ৩৮ জন। সাধারণ সদস্য ২২১ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে লড়েছেন ৬৯ জন।
রাঙামাটিতে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভরাডুবি হয়েছে নৌকা প্রার্থীদের। দুই উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে নয়টিতেই বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।
জানা গেছে, সাবেক্ষং এবং ঘিলাছড়ি ইউনিয়নে নৌকা প্রতীকের কোনো প্রার্থী ছিল না। বাকি আটটি ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা করেছে নৌকার প্রার্থীরা। এর মধ্যে মাত্র একটিতে জয়লাভ করেছে তাঁরা।
রাঙামাটির বুড়িঘাটে স্বতন্ত্র প্রার্থী প্রমোদ খীসা, নানিয়ারচরে স্বতন্ত্র প্রার্থী বাপ্পী চাকমা, সাবেক্ষংয়ে স্বতন্ত্র প্রার্থী সুপন চাকমা ওরফে সুশীল জীবন, ঘিলাছড়িতে স্বতন্ত্র প্রার্থী অমল কান্তি চাকমা, সাপছড়িতে স্বতন্ত্র প্রার্থী প্রবীণ চাকমা, মগবানে স্বতন্ত্র প্রার্থী পুষ্প রঞ্জন চাকমা, জীবতলিতে স্বতন্ত্র প্রার্থী সুদত্ত কারবারি, বন্দুক ভাঙাতে স্বতন্ত্র প্রার্থী অমর চাকমা, কুতুকছড়িতে স্বতন্ত্র প্রার্থী কানন চাকমা জয় পেয়েছেন।
নৌকা প্রতীকের একজন প্রার্থী নির্বাচনে জয় পেয়েছেন। বালুখালী ইউনিয়নে নৌকা প্রতীকে নির্বাচন করে জয় পেয়েছেন আওয়ামী লীগ প্রার্থী অমর কুমার চাকমা।
জেলা প্রশাসনের তথ্য থেকে জানা যায়, ১০ ইউনিয়নে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘প্রত্যকটি ইউনিয়নে ম্যাজিস্ট্রেট মোতায়েন ছিল। তাঁদের সহায়তা করতে পুলিশ, বিজিবি, র্যাব, সেনাবাহিনী মোতায়েন ছিল। শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর পরিবেশের সৃষ্টি হয়নি।’
আওয়ামী লীগ সূত্রে জানা যায়, স্থানীয়ভাবে দলের কিছু দুর্বলতার কারণে দলের প্রার্থীদের পরাজয় ঘটেছে।
উল্লেখ্য, দুই উপজেলার মোট ৯০টি ভোট কেন্দ্রে ভোটার ছিল ৬৭ হাজার ৪৮ জন। এ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়েছেন ৩৮ জন। সাধারণ সদস্য ২২১ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে লড়েছেন ৬৯ জন।
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
৬ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৬ ঘণ্টা আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৯ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
১০ ঘণ্টা আগে