Ajker Patrika

বাবা হত্যার বিচার পেতে আইন পড়েন ছেলে, ২৫ বছর পর ৪ আসামির মৃত্যুদণ্ড

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ১৬: ৪৮
বাবা হত্যার বিচার পেতে আইন পড়েন ছেলে, ২৫ বছর পর ৪ আসামির মৃত্যুদণ্ড

কুমিল্লা বরুড়ায় জমি নিয়ে বিরোধে ব্যবসায়ী শহীদ উল্লাহকে হত্যা করা হয়। তাঁর ছেলে আইনজীবী হয়ে বাবার খুনের সেই মামলায় লড়ে ২৫ বছর পর বিচার নিশ্চিত করেছেন। এ ঘটনায় আদালত চারজনের মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন সাজা দিয়েছেন। 

আজ সোমবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোজিনা খান এ রায়ে দেন। 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন–কুমিল্লা বরুড়া উপজেলার পরানপুর গ্রামের ইউছুব, বনি আমীন, ইউছুবের ভাতিজা সোলায়মান, ইউছুবের শ্যালক ও আ. হক। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন আসামি ইউসুফের বড় বোন রজ্জবী বিবি। রায় ঘোষণার সময় মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত চারজন ও যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত একজন আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। 

নিহত ফার্নিচার ব্যবসায়ী শহীদ উল্লাহ একই গ্রামের বরুড়া বিজরা মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মৃত আবদুল মজিদের ছেলে। 

মামলার অতিরিক্ত সরকারি কৌশলী (এপিপি) মো. নুরুল ইসলাম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন। 

মামলার বিবরণে জানা যায়, ১৯৯৮ সালে ২১ মে দুপুরে শহিদুল্লাহ তাঁর জমিতে ধানের চারা রোপণ করতে যায়। তখন শহিদুল্লার সঙ্গে আসামিদের বাগ্‌বিতণ্ডা হয়। পরে রাতে শহিদুল্লাহকে তার দোকান থেকে ডেকে নিয়ে আসামিরা কুপিয়ে জখম করে। এইসময় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় শহিদুল্লাহ। 

এই ঘটনায় ২২ মে নিহতের ভাই আমানুল্লাহ বাদী হয়ে মামলা করলে পুলিশ ১৫ জনের নামে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেন। 

নিহতের ছেলে আইনজীবী মো. আবু নাসের রায় ঘোষণার পর তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘আমার বাবাকে যখন হত্যা করা হয়, তখন আমি পঞ্চম শ্রেণিতে পড়ি। আমি মায়ের অনুপ্রেরণায় বাবার খুনিদের বিচার নিশ্চিত করতে আইনজীবী হয়েছি। আমি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। ২৫ বছর পর হলেও একজন সন্তান হিসেবে আমি আমার বাবার হত্যার বিচার নিশ্চিত করতে পেরেছি, এটা আমার অনেক বড় পাওয়া।’ 

মামলার অতিরিক্ত সরকারি কৌশলী (এপিপি) মো. নুরুল ইসলাম জানান, ২০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দীর্ঘ ২৬ বছর পর মামলার রায় দিয়েছেন আদালত। বিচারক চারজনের ফাঁসি এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদেরকে খালাস দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত