হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর হাতিয়ায় অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ১ কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। আজ শুক্রবার ভোররাতে উপজেলার চরকিং ইউনিয়নের খাসবাজারে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ শুক্রবার ভোররাতে ফজরের নামাজ আদায় করতে গেলে মুসল্লিরা বাজারে আগুনের দৃশ্য দেখতে পান। পরে তাঁদের চিৎকারে এলাকাবাসী এসে আগুন নেভানোর চেষ্টা করেন। সংবাদ পেয়ে হাতিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি চায়ের দোকানের কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
এ বিষয়ে খাসেরহাট বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মাওলানা ছায়েদল হক বলেন, ‘অগ্নিকাণ্ডে সাতটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি মুদিদোকান, একটি কসমেটিকসের দোকান, একটি চায়ের দোকান, দুটি হার্ডওয়্যারের দোকান, একটি টিনের দোকান ও পানের দোকান ছিল। এসব দোকানের কোনো মালামাল রক্ষা করা যায়নি। সব মালামাল দোকানের মধ্যেই পুড়ে ছাই হয়ে গেছে। তবে দোকানের লোকজন দোকান থেকে বের হয়ে যাওয়ায় প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি। সব মিলে কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা করছি।’
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত টিনের দোকানের মালিক মো. ইউছুফ (৫০) জানান, তাঁর দোকানে ৫০ লাখ টাকার মালামাল ছিল। সামনে টিন বেচাকেনার মৌসুম হওয়ায় দোকানভর্তি টিন ছিল। এখন সব টিন পুড়ে গেছে। আগুন লাগার পর তা চারদিকে ছড়িয়ে পড়ায় দোকানের মালামাল বের করে আনা সম্ভব হয়নি। নতুন টিনগুলো ঘরের মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে। আমরা সরকারের সহযোগিতা কামনা করছি।’
এ বিষয়ে হাতিয়া ফায়ার সার্ভিস ইউনিটের ইনচার্জ হারুনুর রশিদ জানান, অগ্নিকাণ্ডের সূত্রপাত কোথা থেকে হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুন লাগার পর কয়েকটি দোকানে থাকা গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। দীর্ঘ সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
নোয়াখালীর হাতিয়ায় অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ১ কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। আজ শুক্রবার ভোররাতে উপজেলার চরকিং ইউনিয়নের খাসবাজারে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ শুক্রবার ভোররাতে ফজরের নামাজ আদায় করতে গেলে মুসল্লিরা বাজারে আগুনের দৃশ্য দেখতে পান। পরে তাঁদের চিৎকারে এলাকাবাসী এসে আগুন নেভানোর চেষ্টা করেন। সংবাদ পেয়ে হাতিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি চায়ের দোকানের কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
এ বিষয়ে খাসেরহাট বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মাওলানা ছায়েদল হক বলেন, ‘অগ্নিকাণ্ডে সাতটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি মুদিদোকান, একটি কসমেটিকসের দোকান, একটি চায়ের দোকান, দুটি হার্ডওয়্যারের দোকান, একটি টিনের দোকান ও পানের দোকান ছিল। এসব দোকানের কোনো মালামাল রক্ষা করা যায়নি। সব মালামাল দোকানের মধ্যেই পুড়ে ছাই হয়ে গেছে। তবে দোকানের লোকজন দোকান থেকে বের হয়ে যাওয়ায় প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি। সব মিলে কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা করছি।’
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত টিনের দোকানের মালিক মো. ইউছুফ (৫০) জানান, তাঁর দোকানে ৫০ লাখ টাকার মালামাল ছিল। সামনে টিন বেচাকেনার মৌসুম হওয়ায় দোকানভর্তি টিন ছিল। এখন সব টিন পুড়ে গেছে। আগুন লাগার পর তা চারদিকে ছড়িয়ে পড়ায় দোকানের মালামাল বের করে আনা সম্ভব হয়নি। নতুন টিনগুলো ঘরের মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে। আমরা সরকারের সহযোগিতা কামনা করছি।’
এ বিষয়ে হাতিয়া ফায়ার সার্ভিস ইউনিটের ইনচার্জ হারুনুর রশিদ জানান, অগ্নিকাণ্ডের সূত্রপাত কোথা থেকে হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুন লাগার পর কয়েকটি দোকানে থাকা গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। দীর্ঘ সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
৭ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
৯ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
১৫ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
২৮ মিনিট আগে