Ajker Patrika

সেনাবাহিনীর অভিযান: চৌদ্দগ্রামে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৩

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কুমিল্লার চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে যুবলীগ নেতা শাহাব উদ্দিন বাবুসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আজ শুক্রবার সকালে তাঁদের চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়। তথ্যটি দুপুরে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন আহমেদ।

সেনাবাহিনীর ২৩ বীর ক্যাম্প জানায়, ৯ মে ভোরে খাটরা এলাকা থেকে দুই কেজি গাঁজাসহ যুবলীগ নেতা শাহাবুদ্দিন বাবুকে (২৯) গ্রেপ্তার করা হয়। শাহাবুদ্দিনের বিরুদ্ধে সন্ত্রাস, মাদক কারবার, চাঁদাবাজিসহ বহু অভিযোগ রয়েছে। একই দিন ভোরে গুনবতী ইউনিয়নের খাটরায় সুজন মিয়া (২৩) নামের এক কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি তল্লাশি করে একটি চায়নিজ কুড়াল, একটি সাধারণ কুড়াল ও একটি দা উদ্ধার করা হয়। একই দিন আরেকটি অভিযানে খাটরা এলাকা থেকে আরেক কিশোর গ্যাং সদস্য জাহিদ হাসানকে (২২) গ্রেপ্তার করা হয়। ২০২৪ সালের ৫ আগস্ট তাঁকে প্রকাশ্যে দেশীয় অস্ত্র প্রদর্শন করতে দেখা গিয়েছিল। তিনি পলাতক শীর্ষ সন্ত্রাসী তুয়ানের সহযোগী এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলেও জানা গেছে।

চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন আহমেদ বলেন, আজ সকালে আটক তিনজনকে থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

৪ দাবি নিয়ে মার্কিন চাপ, বাংলাদেশের সায় ৩ শর্তে

রাজশাহী টেক্সটাইল মিলসে তৈরি হচ্ছে মানিব্যাগ, জুতা

পাকিস্তান সেনাবাহিনীর হাতে চীনের তৈরি অত্যাধুনিক মাল্টিরোল অ্যাটাক হেলিকপ্টার জেট-১০

রাবিতে শিক্ষক নিয়োগে জামায়াত নেতার সুপারিশ, উপ-উপাচার্যের ফেসবুক থেকে ভাইরাল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত