পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের পটিয়ায় যুবলীগের তিন নেতাকে ব্রাশ ফায়ার ও কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে ১৪ জন আসামির নাম উল্লেখ করে আরও অজ্ঞাত চার পাঁচ জনসহ পটিয়া থানায় যুবলীগ নেতা সাইফুল ইসলাম বাদী হয়ে মামলাটি নতিভুক্ত করেছেন বলে নিশ্চিত করেছেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম মজুমদার।
মামলায় আসামীরা হলেন, নজরুল ইসলাম সোহেল (৩২), মোজাম্মেল হক লিটন (৪১), আবদুর রাজ্জাক রানা (৪০), জঙ্গল খাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজ (৪১), জঙ্গল খাইন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অসিত বড়ুয়া (৫৬), এনাম হোসেন (৪৩), মো. করিম (৩১), মো. আলমগীর (২৯), সিরাজুল ইসলাম পাভেল (২৭), আসিফুল ইসলাম (২৩), হায়দার (৩৩), মঞ্জুরুল ইসলাম (২৪), আবদুল হামিদ (৩৫), ও মিন্টু (৩৬)।
জানা যায়, যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলমের পক্ষ থেকে আগামীকাল শনিবার (২৩ এপ্রিল) অনুষ্ঠিতব্য পটিয়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের এক ইফতার মাহফিলের দাওয়াত দিতে জঙ্গল খাইন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা রফিক আহমদকে তাঁর বাড়িতে দাওয়াত কার্ড দিতে গিয়েছিলেন উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ডি এম জমির উদ্দিন, উপজেলা যুবলীগের সাবেক সহ সম্পাদক সাইফুল ইসলাম সাইফু ও যুবলীগ নেতা ইকবাল হোসেন। ফেরার পথে বদিউল আলমের রাজনৈতিক প্রতিপক্ষ হুইপ সামশুল হক চৌধুরীর অনুসারীরা মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার জঙ্গল খাইন রাস্তার মাথা আমজুর হাট এলাকায় এ হত্যা চেষ্টার ঘটনা ঘটান। এসময় তারা আমজুর হাট এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ব্যারিকেট দিয়ে যান চলাচল বন্ধ করে বদিউল আলমের অনুসারী উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ডি এম জমির উদ্দিন, উপজেলা যুবলীগের সাবেক সহ সম্পাদক সাইফুল ইসলাম সাইফু এবং যুবলীগ নেতা ইকবাল হোসেনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ও কিরিচ দিয়ে কুপিয়ে গুরতর আহত করেন।
এরপর আহতদের ফেলে রেখে সন্ত্রসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ ডি এম জমির উদ্দিন (৫৩), সাইফুল ইসলাম সাইফু (৩৭) ও ইকবাল হোসেনকে (৪০) উদ্ধার করে প্রথমে পটিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের অবস্থার হলে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম মজুমদার বলেন, ‘বৃহস্পতিবার রাতে মামলাটি রেকর্ড করা হয়েছে। আমরা আসামিদের গ্রেপ্তার করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
চট্টগ্রামের পটিয়ায় যুবলীগের তিন নেতাকে ব্রাশ ফায়ার ও কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে ১৪ জন আসামির নাম উল্লেখ করে আরও অজ্ঞাত চার পাঁচ জনসহ পটিয়া থানায় যুবলীগ নেতা সাইফুল ইসলাম বাদী হয়ে মামলাটি নতিভুক্ত করেছেন বলে নিশ্চিত করেছেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম মজুমদার।
মামলায় আসামীরা হলেন, নজরুল ইসলাম সোহেল (৩২), মোজাম্মেল হক লিটন (৪১), আবদুর রাজ্জাক রানা (৪০), জঙ্গল খাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজ (৪১), জঙ্গল খাইন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অসিত বড়ুয়া (৫৬), এনাম হোসেন (৪৩), মো. করিম (৩১), মো. আলমগীর (২৯), সিরাজুল ইসলাম পাভেল (২৭), আসিফুল ইসলাম (২৩), হায়দার (৩৩), মঞ্জুরুল ইসলাম (২৪), আবদুল হামিদ (৩৫), ও মিন্টু (৩৬)।
জানা যায়, যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলমের পক্ষ থেকে আগামীকাল শনিবার (২৩ এপ্রিল) অনুষ্ঠিতব্য পটিয়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের এক ইফতার মাহফিলের দাওয়াত দিতে জঙ্গল খাইন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা রফিক আহমদকে তাঁর বাড়িতে দাওয়াত কার্ড দিতে গিয়েছিলেন উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ডি এম জমির উদ্দিন, উপজেলা যুবলীগের সাবেক সহ সম্পাদক সাইফুল ইসলাম সাইফু ও যুবলীগ নেতা ইকবাল হোসেন। ফেরার পথে বদিউল আলমের রাজনৈতিক প্রতিপক্ষ হুইপ সামশুল হক চৌধুরীর অনুসারীরা মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার জঙ্গল খাইন রাস্তার মাথা আমজুর হাট এলাকায় এ হত্যা চেষ্টার ঘটনা ঘটান। এসময় তারা আমজুর হাট এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ব্যারিকেট দিয়ে যান চলাচল বন্ধ করে বদিউল আলমের অনুসারী উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ডি এম জমির উদ্দিন, উপজেলা যুবলীগের সাবেক সহ সম্পাদক সাইফুল ইসলাম সাইফু এবং যুবলীগ নেতা ইকবাল হোসেনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ও কিরিচ দিয়ে কুপিয়ে গুরতর আহত করেন।
এরপর আহতদের ফেলে রেখে সন্ত্রসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ ডি এম জমির উদ্দিন (৫৩), সাইফুল ইসলাম সাইফু (৩৭) ও ইকবাল হোসেনকে (৪০) উদ্ধার করে প্রথমে পটিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের অবস্থার হলে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম মজুমদার বলেন, ‘বৃহস্পতিবার রাতে মামলাটি রেকর্ড করা হয়েছে। আমরা আসামিদের গ্রেপ্তার করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
৩ ঘণ্টা আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
৩ ঘণ্টা আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
৩ ঘণ্টা আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে