Ajker Patrika

বিশ্বকাপের ফাইনাল ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ মোতায়েন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
বিশ্বকাপের ফাইনাল ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ মোতায়েন

কাতারে হওয়া বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যকার ফাইনাল শুরু হবে কিছুকক্ষনের মধ্যেই।

উত্তেজনাপূর্নূ এই খেলাকে ঘিরে সমর্থকদের মধ্যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি রুখতে আজ রোববার ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। 

এ ব্যাপারে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ মোজাম্মেল হোসেন রেজা বলেন, ‘জেলা শহরের যে কয়টি পয়েন্টে বড়পর্দায় খেলা দেখানো হবে। সেসব স্থানে টহলে থাকবেন পুলিশ সদস্যেরা। এ ছাড়া খেলাকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে শহরে নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।’ 

এর আগে গত বছরের জুলাইয়ে অনুষ্ঠিত কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ ঘিরেও ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিল জেলা-পুলিশ। মূলত ফাইনাল ম্যাচের আগেই আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। এ ছাড়া আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যে অনুষ্ঠিত কোপা আমেরিকার ফাইনালের পরেও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্যকলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত