Ajker Patrika

নোয়াখালীতে দুর্বৃত্তদের গুলিতে সাবেক ইউপি সদস্যসহ আহত ২ 

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ২৬ মে ২০২৩, ১০: ৫৭
নোয়াখালীতে দুর্বৃত্তদের গুলিতে সাবেক ইউপি সদস্যসহ আহত ২ 

নোয়াখালীতে দুর্বৃত্তদের গুলিতে সাবেক ইউপি সদস্যসহ দুজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে আন্ডারচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগের নেতা মো. দুলাল (৪৭) এবং হাসান (৩৮)।

বিষয়টি নিশ্চিত করেছেন সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান পাঠান। তিনি বলেন, ‘আওয়ামী লীগ নেতা দুলাল পিঠে ও ডান হাতে গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আন্ডারচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রব জানান, গতকাল সন্ধ্যার দিকে আন্ডারচর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জসিমের বাড়িতে একটি সালিস করতে যান দুলাল মেম্বার। সালিস শেষে রাতে তিনি ও হাসানসহ তিনজন মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশে রওনা দেন। পথে মোটরসাইকেলটি বাংলাবাজারের পূর্ব পাশে জাকিরের বাড়ির সামনে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তাঁদের এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। দুলাল গুলিবিদ্ধ হন। গুলি লাগে হাসানের গায়েও। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দুলালকে ঢাকায় পাঠানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত