Ajker Patrika

আগামী সেপ্টেম্বরে কক্সবাজারে রেল আসবে: রেলমন্ত্রী 

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ১৬ মে ২০২৩, ১৫: ৩১
আগামী সেপ্টেম্বরে কক্সবাজারে রেল আসবে: রেলমন্ত্রী 

আগামী সেপ্টেম্বরের মধ্যে ঢাকার সঙ্গে পর্যটননগরী কক্সবাজারের রেলযোগাযোগ চালু হবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন। আজ মঙ্গলবার দুপুরে দোহাজারী-কক্সবাজার রেলপথ প্রকল্পের অগ্রগতি পরিদর্শনে গিয়ে মন্ত্রী এ কথা বলেন। 

রেলপথমন্ত্রী নুরুল ইসলাম বলেন, ‘এ পর্যন্ত এই প্রকল্পের ৮৪ শতাংশ কাজ শেষ হয়েছে। দ্রুত বাকি কাজ শেষ করা হবে। আগামী সেপ্টেম্বরে কক্সবাজারে রেল আসবে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার পাওয়া এই প্রকল্পের কাজ শেষ হলে দেশের পর্যটন খাতে ব্যাপক উন্নয়নের পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন মন্ত্রী নুরুল ইসলাম। 

দুপুর ১২টার দিকে কক্সবাজার শহরের ঝিলংজায় ঝিনুক আকৃতিতে গড়ে তোলা আইকনিক রেলওয়ে স্টেশনের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেন মন্ত্রী। পরে রামু ও ডুলাহাজারা সিঙ্গেল লাইন ডুয়েল গেজ ট্র্যাক নির্মাণ প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেন। 

এ সময় প্রকল্প পরিচালক মুফিজুর রহমান, জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানসহ সংশ্লিষ্ট পদস্থ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত