Ajker Patrika

আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে এক বছরে ১৪৮ কোটি টাকার মাছ রপ্তানি 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ২৪ জুলাই ২০২২, ১২: ২২
আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে এক বছরে ১৪৮ কোটি টাকার মাছ রপ্তানি 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ২০২১-২২ অর্থবছরে ১৪৮ কোটি টাকার মাছ ভারতে রপ্তানি করা হয়েছে বলে জানিয়েছে মৎস্য বিভাগ। গতকাল শনিবার আখাউড়া উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা রওনক জাহান বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা যায়, ২০২১-২২ অর্থবছরে আখাউড়া স্থলবন্দর দিয়ে বিভিন্ন প্রজাতির ৬ হাজার ৩৭৬ টন মাছ ভারতে রপ্তানি হয়েছে, যার মূল্য ১৪৮ কোটি ৪০ লাখ টাকা। জেলায় উৎপাদিত মাছ স্থানীয় চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানির পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করা হয়। 

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা তাজমহল বেগম বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া মৎস্য উৎপাদনে উদ্বৃত্ত জেলা। এ জেলায় চাহিদার তুলনায় মাছের উৎপাদন বেশি হয়। গুণগত মানসম্পন্ন মাছের উৎপাদন নিশ্চিত করতে পারলে মাছ রপ্তানির পরিমাণ আরও বৃদ্ধি পাবে এবং বৈদেশিক মুদ্রা অর্জন হবে।’ 

উল্লেখ্য, আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিদিন দুই থেকে আড়াই লাখ মার্কিন ডলার মূল্যের বরফায়িত মাছ, রড, সিমেন্ট, তুলা, প্লাস্টিক, এলপি গ্যাসসহ বিভিন্ন পণ্য ভারতে রপ্তানি করা হয়। রপ্তানিপণ্যের মধ্যে ৮০ শতাংশই রয়েছে বরফায়িত মাছ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

যুদ্ধবিরতি ঘোষণার কারণে এক্সে তোপের মুখে ভারতের পররাষ্ট্রসচিব ও তাঁর মেয়ে

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত