মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের মতলব দক্ষিণে জনবল-সংকটে অচলাবস্থায় পড়েছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়। স্থবির হয়ে গেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের কার্যক্রম।
পিআইও কার্যালয়ে সাধারণত পিআইও ছাড়াও উপসহকারী প্রকৌশলী, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, কার্যসহকারী ও অফিস সহায়ক থাকেন। মতলব দক্ষিণে শুধু পিআইও এবং সেতু প্রকল্পের একজন কার্যসহকারী পদায়ন আছেন। ফলে পিআইওকে একাই কার্যালয়ের দাপ্তরিক কাজ এবং বিভিন্ন ইউনিয়নে উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করতে হয়। তিনি ও কার্যসহকারী প্রকল্প পরিদর্শনে বাইরে গেলে কার্যালয়ে তালা ঝোলে। এতে করে কার্যালয়ে আসা সেবাপ্রার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
বর্তমানে মতলব দক্ষিণে দুটি বন্যা আশ্রয়কেন্দ্র, ২০টি সেতু ও ৪৩ জন অসচ্ছল মুক্তিযোদ্ধার জন্য বীরনিবাস নির্মাণ প্রকল্প, অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি, গ্রামীণ অবকাঠামো সংস্কার ও রক্ষণাবেক্ষণে টিআর-কাবিখা প্রকল্পের আওতায় অনেক কাজ চলমান রয়েছে। এ ছাড়া কম্বল, ঢেউটিন ও শুকনো খাবার বিতরণ এবং জিআর কর্মসূচি আছে। এই উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা খাতে চলতি অর্থবছরে ন্যূনতম ১৫ কোটি টাকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৭ থেকে অফিস সহায়ক, ২০২২ থেকে উপসহকারী প্রকৌশলী ও ২০২৩ থেকে অফিস সহকারীর পদটি শূন্য রয়েছে। সেই সঙ্গে মাঠপর্যায়ে প্রকল্প তদারকে ব্যবহারের জন্য থাকা মোটরসাইকেলটিও অকেজো হয়ে পড়ে রয়েছে।
এ নিয়ে কথা হলে পিআইও মো. আনোয়ারুল ইসলাম বলেন, ‘জনবল-সংকট থাকলেও এরই মধ্যে কর্মকাণ্ড চালিয়ে যেতে হচ্ছে। প্রকল্প মনিটরিং কাজ কিছুটা কষ্টকর হয়ে পড়েছে। সীমাবদ্ধতার মধ্যেও আমরা সঠিকভাবে প্রকল্পসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সচেষ্ট রয়েছি।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেন বলেন, ‘জনবল-সংকটের বিষয়ে আমি গত মার্চ মাসে একটি স্মারকপত্রের মাধ্যমে শূন্য পদ পূরণের জন্য মহাপরিচালককে (দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়) অনুরোধ করেছি। আমার বিশ্বাস, কর্তৃপক্ষ এ বিষয়ে ত্বরিত সিদ্ধান্ত নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের কর্মসূচি সুষ্ঠু বাস্তবায়নে সচেষ্ট হবে।’
যোগাযোগ করা হলে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জাহিদ হাসান খান জানান, শুধু মতলব দক্ষিণ নয়, জেলা কার্যালয়েও জনবল-সংকট রয়েছে। ফলে বিভাগীয় কার্যক্রম তদারক করা কঠিন হয়ে পড়েছে। বিষয়টি তিনি মহাপরিচালককে অবহিত করেছেন।
চাঁদপুরের মতলব দক্ষিণে জনবল-সংকটে অচলাবস্থায় পড়েছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়। স্থবির হয়ে গেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের কার্যক্রম।
পিআইও কার্যালয়ে সাধারণত পিআইও ছাড়াও উপসহকারী প্রকৌশলী, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, কার্যসহকারী ও অফিস সহায়ক থাকেন। মতলব দক্ষিণে শুধু পিআইও এবং সেতু প্রকল্পের একজন কার্যসহকারী পদায়ন আছেন। ফলে পিআইওকে একাই কার্যালয়ের দাপ্তরিক কাজ এবং বিভিন্ন ইউনিয়নে উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করতে হয়। তিনি ও কার্যসহকারী প্রকল্প পরিদর্শনে বাইরে গেলে কার্যালয়ে তালা ঝোলে। এতে করে কার্যালয়ে আসা সেবাপ্রার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
বর্তমানে মতলব দক্ষিণে দুটি বন্যা আশ্রয়কেন্দ্র, ২০টি সেতু ও ৪৩ জন অসচ্ছল মুক্তিযোদ্ধার জন্য বীরনিবাস নির্মাণ প্রকল্প, অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি, গ্রামীণ অবকাঠামো সংস্কার ও রক্ষণাবেক্ষণে টিআর-কাবিখা প্রকল্পের আওতায় অনেক কাজ চলমান রয়েছে। এ ছাড়া কম্বল, ঢেউটিন ও শুকনো খাবার বিতরণ এবং জিআর কর্মসূচি আছে। এই উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা খাতে চলতি অর্থবছরে ন্যূনতম ১৫ কোটি টাকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৭ থেকে অফিস সহায়ক, ২০২২ থেকে উপসহকারী প্রকৌশলী ও ২০২৩ থেকে অফিস সহকারীর পদটি শূন্য রয়েছে। সেই সঙ্গে মাঠপর্যায়ে প্রকল্প তদারকে ব্যবহারের জন্য থাকা মোটরসাইকেলটিও অকেজো হয়ে পড়ে রয়েছে।
এ নিয়ে কথা হলে পিআইও মো. আনোয়ারুল ইসলাম বলেন, ‘জনবল-সংকট থাকলেও এরই মধ্যে কর্মকাণ্ড চালিয়ে যেতে হচ্ছে। প্রকল্প মনিটরিং কাজ কিছুটা কষ্টকর হয়ে পড়েছে। সীমাবদ্ধতার মধ্যেও আমরা সঠিকভাবে প্রকল্পসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সচেষ্ট রয়েছি।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেন বলেন, ‘জনবল-সংকটের বিষয়ে আমি গত মার্চ মাসে একটি স্মারকপত্রের মাধ্যমে শূন্য পদ পূরণের জন্য মহাপরিচালককে (দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়) অনুরোধ করেছি। আমার বিশ্বাস, কর্তৃপক্ষ এ বিষয়ে ত্বরিত সিদ্ধান্ত নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের কর্মসূচি সুষ্ঠু বাস্তবায়নে সচেষ্ট হবে।’
যোগাযোগ করা হলে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জাহিদ হাসান খান জানান, শুধু মতলব দক্ষিণ নয়, জেলা কার্যালয়েও জনবল-সংকট রয়েছে। ফলে বিভাগীয় কার্যক্রম তদারক করা কঠিন হয়ে পড়েছে। বিষয়টি তিনি মহাপরিচালককে অবহিত করেছেন।
খুলনায় মেরিন ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন তাঁর সাবেক স্ত্রী জান্নাতী খাতুন মিতুর বিরুদ্ধে নানা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) খুলনা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন। এর আগে গত রোববার (২৭ এপ্রিল) জান্নাতী খাতুন মিতু তাঁর সাবেক স্বামী মামুনের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে...
১১ মিনিট আগেরাজধানীর উত্তরায় এসএসসি পরীক্ষা শেষে বাসায় ফেরার সময় রাজধানীর উত্তরায় বিআরটিসির ট্রাকের ধাক্কায় নাঈম (১৭) নামের এক শিক্ষার্থী নিহতের ঘটনায় মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক্ষণিকা’ নামের একটি বাস ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন শিক্ষার্থী আহত হলেও তাদের পরিচয় জানা যায়
১ ঘণ্টা আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রেজিস্ট্রারের অপসারণসহ ৪ দফা দাবি ও আন্দোলনরত ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরির প্রতিবাদে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
২ ঘণ্টা আগেঢাকার আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকেরা আজ মঙ্গলবার রাতে আব্দুল্লাহপুর-বাইপাইল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। অবরোধের কারণে যানবাহন আটকে পড়ে ওই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
২ ঘণ্টা আগে